• যাদবপুর-কাণ্ড নিয়ে সরব, শিক্ষাপ্রাঙ্গণকে নৈরাজ্য মুক্ত করতে ডাক রাজ্যের অধ্যাপক সংগঠনের...
    আজকাল | ১১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত ১ মার্চ ছাত্রভোটের দাবিতে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বাম ছাত্র প্রতিনিধিরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ছাত্রদের বিক্ষোভে রাজ্যের শিক্ষমন্ত্রী আহত হন। সেই ঘটনার রেশ ধরে এবার বাম ছাত্রদের বিরুদ্ধে সরব অল বেঙ্গল স্টেট গভমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন। 

    সংগঠনের পক্ষ থেকে সোমবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডঃ সুতপা সান্যাল, সহ-সভাপতি শুভ্রকান্তি ঘোষ, অনির্বান রায়, অরুনাংশু মাইতি, সন্দীপন মিত্র-সহ একাধিক অধ্যাপকরা উপস্থিত ছিলেন। অধ্যাপকরা জানান, ১ মার্চ যাদবপুর ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। ছাত্রছাত্রীরা সেদিন যে আচরণ করেছেন তা দেখে মনে হয়েছে সমস্যা তৈরী করতেই ক্যাম্পাসেই এসেছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ছাত্রভোটের দাবি জানাতে এসেছিলেন ছাত্ররা। কিন্তু এই পরিস্থিতিতে কি সত্যি ছাত্র ভোট সম্ভব? সেই প্রশ্ন তুলে দিল। 

    এদিন অধ্যাপকরা আরও জানান, যদিও কোনও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই পুলিশ আসা কাম্য নয়। কিন্তু ছাত্র-শিক্ষক উভয় পক্ষেরই দায়িত্ব শান্তি বজায় রাখা। তবে অধ্যাপকদের অভিযোগ, যাদবপুরে অসুস্থ চিন্তার বাসা বেঁধে রয়েছে যেখানে দখলদারি মুক্ত হোক। শিক্ষাঙ্গনে নৈরাজ্যর বিষয়ে তাঁরা বলেন, "ছাত্রদের আরও সংযত হওয়া দরকার ছিল। বাম জমানার এই শিক্ষা প্রাঙ্গণগুলিতে অর্থাৎ তাদের দুর্গে কোনও বাইরের কেউ ঢুকতে পারতো না।'' 

    শিক্ষমন্ত্রীর অপমানের বিরুদ্ধে পদক্ষেপ প্রসঙ্গে জানানো হয়, আগামী ৩০ মার্চ সংগঠনের একটি এজিএম রয়েছে বোলপুরে। শিক্ষামন্ত্রী উপস্থিত থাকতে পারেন সেখানে। সেই বৈঠকেই আগামী দিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষানীতিতে গেরুয়াকরণ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্র সরকার বিপুল খরচের বিষয়ে আলোচনা করেনি। 
  • Link to this news (আজকাল)