সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার, পিটিয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার এক অভিযুক্ত...
আজকাল | ১১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবেডেস্ক: সাইকেল নিয়ে কালী পুজো দেখতে বেরিয়ে মৃত্যু হল তিরিশোর্দ্ধ এক যুবকের। হাওড়ার আমতার গোবিন্দোচক গ্রামে বাড়ির কাছেই খেলার মাঠে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকার পরিবেশ থমথমে। এই ঘটনায় সোমবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিনই অভিযুক্তকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রসেনজিৎ মেউর। জলজ্যান্ত যুবকটিকে কে বা কারা খুন করল সেই তদন্তে নেমে সোমবার একজনকে গ্রেপ্তার করেছে চন্দ্রপুর পুলিশ। তবে যে সাইকেলটি নিয়ে প্রসেনজিৎ ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তা উদ্ধার হয়নি এখনও। শত্রুতার জেরেই খুন হন বলে মনে করছেন পরিবারের লোকজন। তাঁদের দাবি, পাশের গ্রাম কুমারচকে কালী পুজো দেখতে বাড়ি থেকে বেরিয়েছিল। বেধড়ক মারধর করে তাঁকে মেরে ফেলা হয়েছে। মাথায় ও শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার দেহ উদ্ধার হয় বাড়ির কাছে খেলার মাঠে। অন্য কোথাও মেরে বাড়ির সামনে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, বাড়ির ১০০ মিটারের মধ্যে কাউকে মারা হলে কেউ টের পেতো না!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত চলছে। সোমবার একজন গ্রেপ্তার হয়েছে। ধৃতের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে জেরা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে।