• ডিজিটাল প্রতারণার শিকার, ২ কোটির বেশি টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ ...
    আজকাল | ১১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতারণার শিকার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিকে তাঁদের টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ। সোমবার বিধাননগর পুলিশ কমিশনারেটে এক অনুষ্ঠানে বিভিন্নভাবে প্রতারিত হওয়া ৩০ জনকে প্রায় ২ কোটি ৫ লক্ষ ২২ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়। ছিলেন বিধাননগর পুলিশের ডিসি ডিডি কুলদীপ এস এস, সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোতোষ রাজ-সহ অন্যান্য আধিকারিকরা। 

    প্রতারণার শিকার হওয়া এই তালিকায় একদিকে যেমন রয়েছেন চিকিৎসক তেমনি আছেন উপার্জনের চেষ্টা করা সাধারণ ঘরের মহিলারা। শিশুরোগ বিশেষজ্ঞ ও বিধাননগরের বাসিন্দা ডাঃ হিমানীশ চৌধুরী জানান, রেলের টিকিট বাতিলের জন্য তিনি একটি হেল্প ডেস্ক অ্যাপ ডাউনলোড করেছিলেন। এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় সাড়ে তিন লক্ষ টাকা উঠিয়ে নেয় প্রতারকরা। 

    সোমদত্তা রায় নামে আরেকজন প্রতারিত জানান, তিনি বাড়ি থেকে কাজ করে কিছু উপার্জনের জন্য সোশ্যাল সাইট দেখে একটি লিঙ্ক দেখতে পেয়ে ক্লিক করেন। এরপর তাঁকে একটি গ্রুপে যোগদান করানো হয়। এরপর থেকে প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তাঁর থেকে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। 

    প্রত্যেকেই তাঁদের নিজস্ব অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সকলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তদন্ত করে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে তাঁদের ফিরিয়ে দেয় পুলিশ। খুশি সকলেই। এদিন পুলিশ জানায়, ডিজিটাল ব্যবস্থার যত তাড়াতাড়ি উন্নত হচ্ছে তত তাড়াতাড়ি প্রবীণরা এর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না। সেই কারণেই তাঁদেরকে 'শিকার' হিসেবে বেছে নিচ্ছে প্রতারকরা।
  • Link to this news (আজকাল)