রেশনে চাল, গম দেওয়ার বদলে আগামীতে কেন্দ্র সরকার কি একটি নগদ টাকা ভর্তুকি হিসেবে দিতে পারে? এই নিয়ে সম্প্রতি মানুষের মধ্যে একটি গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্পষ্ট করেন। জানান, এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে এব্যাপারে কোনও নির্দেশিকা নেই। তাই বিষয়টি নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।
সূত্রের খবর, গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রের খাদ্যসচিবের সঙ্গে রাজ্যের খাদ্যসচিবদের বৈঠক হয়। সেখানে কেন্দ্র সরকার তাদের বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে জানায়। রেশন বণ্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকায় সংশোধনের কথাও বলা হয়। সেই সংশোধন অনুযায়ী, নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও নিয়ে নেবে।
প্রসঙ্গত পূর্বেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয়েছে। সম্প্রতি একথাও শোনা যাচ্ছে যে, এবার কেন্দ্র সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও সংযুক্ত করতে চলেছে। এছাড়া রেশন বণ্টন সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে, তাতেও দরকার মতো সংশোধনের সম্ভবনা রয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাবনা আনতে চলেছে বলে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। এরপরই রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় আগামীতেরেশনে চাল-গম বিলির বদলে একটি নগদ মূল্য হিসেবে ভর্তুকির রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্র।
সেই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী তাঁর অবস্থান স্পষ্ট করলেন। সোমবার খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান, ‘রেশনের ভর্তুকি বা লিঙ্ক, এই সংক্রান্ত কোনও বিষয় কেন্দ্রের তরফ থেকে এখনও অবধি রাজ্যকে জানানো হয়নি। কোনও কথাও হয়নি এ ব্যাপারে। হয়তো কেন্দ্রের ভাবনার স্তরে রয়েছে সবটা।’
তিনি আরও বলেন, এই মুহূর্তে রাজ্যে ৯৫ শতাংশের বেশি উপভোক্তার কেওয়াইসি আপডেট করা আছে। আধার লিঙ্কও করা আছে। ফলে কেন্দ্র চাইলেই ব্যাঙ্কের তথ্য পেয়ে যাবে। লাইন দেওয়ার কোনও প্রয়োজন নেই।