• ওড়িশার গাঁজা পান্ডুয়ায়, ১ মহিলা-সহ ৭ জনের কাছ থেকে উদ্ধার বস্তা বস্তা মাদক
    ২৪ ঘন্টা | ১১ মার্চ ২০২৫
  • বিধান সরকার: ওড়িশার গাঁজা বাংলায়। গাঁজা পাচারকারীদের বড়সড় চক্র ধরা পড়ল পান্ডুয়ায়। বড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি ৭ জনকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের কাছ থেকে নগদ ৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আটক হয়েছে চারটি চার চাকা গাড়ি।

    পান্ডুয়ার জামগ্রামে একটি গোডাউনে গাঁজা মজুত করা হত বলে অভিযোগ। সেই গোডাউনের মালিক ছোটু লাল সাউ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন,গোপন সূত্রে খবর ছিল পুলিসের কাছে। সেইমতো মগরা থানা এবং পান্ডুয়া থানাকে এলার্ট করা হয়। চারটি গাড়ি এলাকায় ঢুকতেই তাদের চেস করা হয়। পান্ডুয়ায় জামগ্রামে গাড়িগুলি ঢুকতেই আটক করা হয়। সেই গাড়ি থেকেই উদ্ধার হয় ১০৩ কেজি  গাঁজা। গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এক মহিলা সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়।

    পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাসের উপস্থিতিতে আটক হওয়া গাঁজা ও টাকা সিজ করে পুলিস। বিডিও বলেন, পদ্ধতি মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিজ করা হয়েছে। পুলিস আধিকারিকরা ছিলেন। গাঁজা উদ্ধার হয়েছে এবার বাকি যা করণীয় সেটা করা হবে।

    ডি এস পি ক্রাইম অভিজিৎ সিনহা বলেন, আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর ছিল ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাঁজা হুগলিতে নিয়ে আসা হচ্ছে। সেইমতো আমরা থানাগুলোকে এলার্ট করি। মগরা থানার আইসি,সিআই,পান্ডুয়া থানার ওসি এবং আমি নিজে এই অভিযানে ছিলাম। সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই গাঁজা পাচার চক্রে আর কারা যুক্ত আছে সেটা দেখা হচ্ছে। গোডাউনের মালিকের খোঁজ চলছে। ধৃতদের আগামিকাল চুঁচুড়া আদালতে পেশ করা হবে।

  • Link to this news (২৪ ঘন্টা)