অরূপ বসাক: চলন্ত যাত্রীবাহী গাড়ির ছাদ থেকে পড়ে স্কুল ফেরত একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘটল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকে ভুট্টাবাড়ি এলাকায়।
মৃত ছাত্রের নাম বিশাল তামাং। তার বাড়ি নাগরাকাটা এলাকায়। সে গরুবাথান যুদ্ধবীর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। জানা গিয়েছে, সোমবার স্কুল ছুটির পরে ওই ছাত্রটি বাড়ি ফেরার জন্য গাড়ি ধরছিল। একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি সে পায়, কিন্তু সেটি ভিড়ে ঠাসা থাকায় সে গাড়ির ভিতরে ঢুকতে পারে না। ভিতরে জায়গা না পেয়ে তখন ম্যাজিক গাড়ির ছাদে বসে বাড়ির উদ্দেশে রওনা দেয় সে।
কিন্তু তখন আর কে জানত, সেটাই তার স্কুল থেকে শেষবারের মতো বাড়ি ফেরার জন্য গাড়ি ধরা! ভুট্টাবাড়ি এলাকায় আচমকা গাড়ির ছাদ থেকে ছিটকে নীচে পড়ে যায় সে। গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গরুবাথান থানার পুলিস। চালক-সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্স এলাকায় বিভিন্ন রাস্তায় যাত্রীবাহী বাসের সংখ্যা কম থাকায় এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষ যাতায়াত করে।