• ছাত্র সংসদ নির্বাচন-সহ একগুচ্ছ প্রস্তাবনা গ্রহণ JU-র, বৈঠকের পরেও আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়াদের
    এই সময় | ১১ মার্চ ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রায় আট ঘণ্টা বৈঠক করলেন আন্দোলনরত পড়ুয়ারা। সোমবার রাত ১১.১০ মিনিট নাগাদ বৈঠক শেষ হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পড়ুয়াদের সঙ্গে আলোচনা শেষে তাঁদের দাবি মতো প্রশাসনিক সভা একগুচ্ছ প্রস্তাবনা গ্রহণ করেছে। আন্দোলরত পড়ুয়াদের অন্যতম দাবি ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরে চিঠি দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তবে, বিশ্ববিদ্যালয়ের কর্তাদের আশ্বাসে সন্তুষ্ট নন পড়ুয়ারা। মঙ্গলবার সভা ডেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। 

    আন্দোলনরত পড়ুয়াদের দেওয়া সময়সীমা মেনে সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ বৈঠক ডেকেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে উর্দিধারী ও সাদা পোশাকের পুলিশকর্মীরা প্রবেশের কারণে অশান্তির সৃষ্টি হয়। অবশেষে বেলা তিনটের পর বৈঠক শুরু হয়। বৈঠকে পড়ুয়াদের তরফে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন না ডাকলে ক্যাম্পাসে পুলিশ ঢোকে না। এটাই কনভেনশন। সেটা যেন বজায় রাখা হয়। 

    ছাত্রছাত্রীদের অযথা পুলিশি হয়রানি বন্ধ করার দাবিও জানানো হয়। তাঁদের বক্তব্য ছিল, ১ মার্চের ঘটনার পর তদন্তের স্বার্থে পড়ুয়াদের ডেকে মোবাইল ফোন নিয়ে নিচ্ছে পুলিশ। কিন্তু অনেক ছাত্রছাত্রীর কাছে ল্যাপটপ নেই। মোবাইল একমাত্র মাধ্যম। অসুবিধায় পড়তে হচ্ছে তাঁদের। মঙ্গলবার আদালতে একটি মামলার শুনানি রয়েছে। পড়ুয়াদের এই লিখিত দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের কাছে আইনজীবীর মাধ্যমে জমা দেবে বলেও জানানো হয়েছে। 

    তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনরত পড়ুয়ারা। আন্দোলনরত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া দেবার্ঘ্য যশ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্তাদের এই শুকনো আশ্বাসে সমস্যা সমাধানের স্থায়ী কোনও ইঙ্গিত নেই। তাই কাল সাধারণ পড়ুয়াদের সভা ডেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি নেব।’ সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত, রেজিস্ট্রার কণিষ্ক সরকার, ডিন অফ স্টুডেন্টস রজত রায়-সহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা।

  • Link to this news (এই সময়)