লোকালয়ে ঢুকে পড়ল লেপার্ড। সোমবার সকালে শিলিগুড়ির দাগাপুরের কাছে একটি চা বাগানে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ল। একটি বাড়িতেও ঢুকে পড়ে লেপার্ডটি। কিন্তু বাড়ির ভেতরে থাকা একটি শুকনো কুঁয়োতে তা পড়ে যায়। এর পর বন দপ্তরকে খবর দেওয়া হয়। ঘুম পাড়ানি গুলি ছুড়ে লেপার্ডটিকে বাগে আনা হয়। কিছুক্ষণ পরে লেপার্ডটিকে উদ্ধার করে সুকনা রেঞ্জের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে লেপার্ডটি।
লেপার্ডটি সুস্থ হয়ে উঠলে তাকে সুকনার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সুকনা ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার দীপক রসাইলি। তিনি বলেন, ‘ওই লেপার্ডটি লোকালয়ে ঢুকে পড়ে। তাই যদি ঘুমপাড়ানি গুলি না করে তাকে উদ্ধার করার চেষ্টা করা হতো সেক্ষেত্রে সাধারণ মানুষ বা লেপার্ডটির জখম হওয়ার সম্ভাবনা থাকত। সেই কারণে অরণ্য ভবনের অনুমতি নিয়ে লেপার্ডটিকে ট্র্যাঙ্কুলাইজড করা হয়।’
সোমবার সকালে দাগাপুরের কাছে একটি চা বাগানের বস্তিতে ঢুকে পড়ে লেপার্ডটি। লোকালয়ে এসে বিভিন্ন বাড়িতে ঢুকতে শুরু করে প্রাণীটি। এ দিকে ভয়ে লাঠি নিয়ে বাড়ি থেকে বার হন বহু মানুষ। এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।
মানুষজনের ভয়ে লেপার্ডটি দৌড়ে পালাতে গিয়ে একটি কুঁয়োতে পড়ে যায়। খবর পেয়ে বনদপ্তরের সুকনা ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয়দের সরিয়ে চারিদিক জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এর পর লেপার্ডটিকে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এর পর স্বস্তি ফিরে এলাকায়।