• কালনা হাসপাতালের নাম ভাঙিয়ে চোখের চিকিৎসা, হাতেনাতে ধরলেন স্থানীয়রা
    এই সময় | ১১ মার্চ ২০২৫
  • ওষুধের দোকানের সামনে রাখা সাইনবোর্ড। তাতে লেখা রয়েছে, ‘ডাঃ লাবণী ভৌমিক, চক্ষু রোগ বিশেষজ্ঞ।’ এখানেই শেষ নয়, ওই সাইনবোর্ডেই চিকিৎসকের নামের নিচে লেখা রয়েছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের নাম। অথচ, হাসপাতালের দাবি, ওই নামে কর্মরত কোনও চিকিৎসক নেই। তা হলে কি ভুয়ো চিকিৎসক তিনি? শোরগোল কালনায়। 

    স্থানীয় সূত্রে খবর, কালনা-১ ব্লকের বাঘনাপাড়া এলাকায় একটি ওষুধের দোকান রয়েছে। সেই দোকানের সামনেই রয়েছে ওই সাইনবোর্ড। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের নাম করে চোখের চিকিৎকসা করে যাচ্ছেন ওই অভিযুক্ত চিকিৎসক। 

    কালনা হাসপাতালের সুপার গৌতম বিশ্বাস বলেন, ‘আমাদের হাসপাতালে ওই নামে কোনও চিকিৎসক নেই। কোনও ট্রেনিও নেই। আমি ২০১৮ সাল থেকে আছি। ওই নামে কোনও চিকিৎসক হাসপাতালে নেই। আগের নথি ঘেঁটেও এরকম নামে কোনও চিকিৎসকের খান পাওয়া যায়নি। উনি যেটা করছেন সেটা অন্যায় করছেন।’

    স্থানীয় ওই চিকিৎসকের কাছে অনেকেই চোখের সমস্যা নিয়ে যান। তিনি চিকিৎসাও করেন। স্থানীয় বাসিন্দা দেবব্রত মণ্ডল বলেন, ‘আমি, স্ত্রী ও মা তিনজনই ওই চিকিৎসককে চোখ দেখিয়েছি। আমাদের চশমার পাওয়ার পরিবর্তন করে দেওয়া হয়। চশমার পাওয়ার পরিবর্তন করার পর থেকে আমরা কেউই ভালোমতো দেখতে পাচ্ছি না।’ বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে কালনা হাসপাতালে কোনও চিকিৎসক নেই। চিকিৎসকের ডিগ্রি নিয়েও সন্দেহ রয়েছে স্থানীয়দের। 

    অভিযুক্ত চিকিৎসক জানান, তিনি একজন অপ্টোমেট্রিক্স। তিনি জানেনই না কে কোথায় কী লিখে রেখেছেন। এতে তাঁর কোনও দায় নেই বলেই জানান লাবণী। অন্যদিকে যে ওষুধের দোকানের সামনে সাইনবোর্ডটি রাখা রয়েছে, সেই দোকানের মালিক বলেন, ‘লাবণী ভৌমিক কালনা হাসপাতালের চিকিৎসক নন বিষয়টি জানতাম না। না জেনেই ওই বোর্ড লাগিয়েছিলাম। ভুল হয়ে গিয়েছে।’

  • Link to this news (এই সময়)