১৪ মার্চ সারা দেশ জুড়ে পালিত হবে দোল উৎসব। তবে মঙ্গলবারই শান্তিনিকেতনে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। দোলের দিন কয়েক আগে ছোট আকারে বসন্ত উৎসব পালন করবেন বিশ্বভারতীর ছাত্রছাত্রী ও কর্মীরা।
চলতি বছরও বিশ্বভারতী কর্তৃপক্ষ দোলের দিন বসন্ত উৎসব উদযাপন করছেন না। পরিবর্তে মঙ্গলবার গৌড় প্রাঙ্গনে ঘরোয়া উদযাপন। সোমবার থেকেই বিশ্বভারতী সঙ্গীত ভবন ও শ্রীনিকেতনের ফ্রেস্কো মঞ্চে চলে প্রস্তুতি পর্ব।
ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তার বিশ্বভারতীর বসন্ত উৎসবের অনুষ্ঠানসূচিও। সোমবার সন্ধ্যা ৭টায় গৌর প্রাঙ্গনে প্রথমে হয় বসন্ত বন্দনা। রাত ৯ টায় হয় বৈতালিক। মঙ্গলবার ভোর ৫ টায় হবে বৈতালিক। সকাল ৭টায় শোভাযাত্রা ও মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় হবে গীতিনাট্য ‘বাল্মীকি প্রতিভা’।
অন্যদিকে, শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় স্থানীয় উদ্যোগে বসন্ত উৎসব পালিত হচ্ছে বেশ কয়েক বছর ধরে। রতনপল্লী, জামবুনি, শ্রীনিকেতন, কঙ্কালীতলা সতীপীঠ-সহ অন্যান্য এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সোমবারই শান্তিনিকেতন থানায় বসন্ত উৎসব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। জঙ্গল এলাকায় আবির খেলা, গাড়ি পার্কিং, ড্রোন ওড়ানো এবং ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করে বন দপ্তর। সোনাঝুরি হাট এলাকায় আবির খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।