• ভারতের জয়ের উচ্ছ্বাসকে কেন্দ্র করে বিশৃঙ্খলা শিলিগুড়িতে, লাঠিচার্জ পুলিশের
    এই সময় | ১১ মার্চ ২০২৫
  • রবিবার রাতে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। নিউ জ়িল্যান্ডকে ৪ উইকেটে পরাস্ত করে ম্যাচ জিতে নেয় ভারতীয় ক্রিকেট টিমকে। গোটা রাজ্য জুড়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। উন্মাদনার মাঝেই চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল শিলিগুড়িতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে লাঠিচার্জ করতে হলো পুলিশকে। 

    জানা গিয়েছে, শিলিগুড়ির হাসমিচক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রতি ম্যাচের মতো বিশ্বকাপ ফাইনালের দিনও ম্যাচ শেষ হওয়ার আগে থেকেই হাসমিচকে ভিড় বাড়তে থাকে। ভারত ম্যাচ জিতবেই ধরে নিয়ে তাসা, বাজি নিয়ে হাজির হন সকলে। রাত যত বাড়তে থাকে, তত ভিড় বাড়তে থাকে।  একসময় হাসমিচক ছাড়িয়ে ভিড় চলে যায় হিলকার্ট রোড, সেবক মোড়ের দিকে।

    যে যাঁর মতো বাজি ফাটানো শুরু করেন। কেউ ছুড়ে মারেন উপরের দিকে। কেউ আবার তুবড়ি জ্বালিয়ে হাতে নিয়ে ঘুরতে শুরু করেন। এই সময়ে কয়েকজন পুরো বিষয়টির প্রতিবাদ করায় শুরু হয় ঝামেলা। এরপরেই এলোপাথাড়ি মারধর শুরু হয়। এর জেরে কারও মুখ ফেটে যায়, কারও মাথা ফাটে।

    ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর এদিন মধ্যরাত পর্যন্ত শিলিগুড়ির হাসমিচকে পুলিশ বাহিনী মোতায়েন ছিল। উপস্থিত ছিলেন এসিপি এবং ডিসিপ পদমর্যাদার পুলিশ কর্তারা। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশকে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করার কোনও খবর নেই। 

  • Link to this news (এই সময়)