সকালের দিকে হালকা শিরশিরানি। তবে তাতে ভুললে চলবে না, বলছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে দিনভর গরমের ভোগান্তি থাকবেই। অন্য দিকে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। রঙের উৎসব শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের পাঁচ জেলায়। এর পাশাপাশি, মঙ্গলবার প্রবল জলোচ্ছাস হতে পারে সাগরে, সতর্ক করা হয়েছে আবহাওয়া অফিসের তরফে।
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দোলে কলকাতার তাপমাত্রা যে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে, সেই আভাস ইতিমধ্যেই শুনিয়ে রেখেছে হাওয়া অফিস। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। পূর্বাভাস সত্যি করে যদি তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছে যায়, তা হলে মার্চেই যে তীব্র গরমের পরিস্থিতি তৈরি হবে, তা বলাই বাহুল্য।
মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সেই বৃষ্টির পরিমাণ বাড়বে। রঙের উৎসবেও পাহাড়ে চলবে বৃষ্টি।
বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
অন্য দিকে, মঙ্গলবার সাগরে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় সাগরে মঙ্গলবার দুপুরের পর এবং রাতের মধ্যে এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দুপুর ২টোর পর থেকে এই জলোচ্ছাস হতে পারে। সতর্ক করা হয়েছে স্থানীয়দের। সতর্ক থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদেরও।