• অসুস্থ সৌগত রায়, ভর্তি দিল্লির হাসপাতালে
    দৈনিক স্টেটসম্যান | ১১ মার্চ ২০২৫
  • সংসদের অধিবেশন চলাকালীন হঠাত অসুস্থ হয়ে পড়লেন সৌগত রায়। সোমবার অধিবেশনে সাংসদদের আলোচনা চলার সময়ই অসুস্থ বোধ করেন তৃণমূল সাংসদ। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে। জানা গিয়েছে, তিনি আচমকা বুকে ব্যথা অনুভব করেন। তাঁর শ্বাসকষ্টেরও সমস্যা হচ্ছিল। দ্রুত তাঁকে হুইলচেয়ারে বসিয়ে সংসদের মকর দ্বার দিয়ে বাইরে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)