• শুধু অযোধ্যা পাহাড় নয়, পুরুলিয়ার আরও যে সব জায়গায় গেলে পলাশ দর্শন হবেই? খোঁজ নিল এই সময় অনলাইন
    এই সময় | ১১ মার্চ ২০২৫
  • রক্তাভ পলাশের আগুনে রূপের সাক্ষী হতে চান অনেকেই। বৈভবহীন গ্রামজীবনের স্বাদ নিতে ছুটে যান অযোধ্যা পাহাড়। দোলের ছুটিতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হলো। সারি সারি পলাশের গাছ ঘেরা রাস্তায় প্রিয়জনের হাত ধরে কয়েক কদম হাঁটতে কার না মন চায়! তবে পলাশ বলতেই শুধু অযোধ্যা পাহাড় কেন? পুরুলিয়াতেই রয়েছে আরও অনেক জায়গা। সুলুকসন্ধান দিলাম আমরা। 

    পুরুলিয়ার দোল মানে শুধুই কি অযোধ্যা পাহাড়? তা নিশ্চয়ই নয়। জঙ্গলমহলের প্রান্তিক এই জেলার গড়পঞ্চকোট থেকে বান্দোয়ান বা হুড়ার রাকাবের জঙ্গল থেকে বড়ন্তি, সর্বত্রই ফুটে রয়েছে পলাশ। বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত জন্মেছিলেন পুরুলিয়ার মাটিতেই। ‘উত্তরা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘জানালা’, ‘টোপ’-সহ তাঁর একাধিক চলচ্চিত্রে ধরা রয়েছে পুরুলিয়ার ক্যানভাস। একটি ছবির আউটডোরে একদিন ক্যামেরা বসানোর ফাঁকে স্বগতোক্তির ঢঙে বলেছিলেন, ‘পুরুলিয়ায় যেখানেই ক্যামেরা বসাই না কেন, সেটাই একটা ফ্রেম’।  জন্মভূমির প্রতি টান বা ভালোবাসা থেকেই পুরুলিয়ার প্রকৃতি ধরা দিয়েছে তাঁর বিভিন্ন ছবিতে। তবে শুধুই অযোধ্যা পাহাড় নয়, জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পলাশে আক্ষরিক অর্থেই আপনার মন মজবে গোপন ভালোবাসায়। 

    বন দপ্তর জানাচ্ছে, উত্তরে রঘুনাথপুর মহকুমার গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, বড়ন্তি বা কাশীপুরেও দেখা মিলবে পলাশের। হুড়ার রাকাবের জঙ্গল বা কোটশিলার সিমনির জঙ্গল কিংবা এই ব্লকেরই মুরগুমা জলাধারকে ঘিরে থাকা সুন্দরী পলাশের কাছে পৌঁছতে পারলে চোখ ফেরানো যাবে না। ঝালদার তুলিন থেকে চৌপদ হয়ে সুবর্ণরেখা নদীতটের দিকে যে পথ গিয়েছে এঁকেবেঁকে, সেই পথের দু’ধারেও রাঙা হয়ে রয়েছে পলাশের আভায়। 

    অযোধ্যা পাহাড়ের অদূরে বাঘমুন্ডির কালিমাটির জঙ্গল বা পাহাড়ের উত্তর-পূর্বে আড়শার জঙ্গলপথ ধরে জঙ্গলের গভীরে পৌঁছলে অনাঘ্রাতা পলাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি। এখানেই শেষ নয়। জঙ্গলঘেরা বান্দোয়ানের দুয়ারসিনি থেকে কুইলাপাল বা রাইকা পাহাড়ের পাহাড়ি পথ ধরে এগোলে আপনাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে পলাশ। 

    পুরুলিয়ায় থাকবেন কোথায়? রইল কিছু যোগাযোগ নম্বর। 

    অযোধ্যা পাহাড়

    কুশল পল্লি: ৯৮৩২১৫২৩৬০

    আকাশ হিলটপ: ৮০০১৫০১৫১০, ৯৭৩৫১৪৪১৪৫

    হোটেল স্যাফরন ভ্যালি: ৮৫০৯৭৬০৭৭৯

    গিরিকন্যা হোম-স্টে: ৮৯১৮৩০০৮৬০ (গোয়ালিকোচা)

    সিএডিসি অতিথি আবাস: ৯৪৩৪৮০৬২০৫

    চ্যেমটাবুরু হোম-স্টে: ৮২৫০১৯৭৩৭১

    গড়পঞ্চকোট 

    গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম: ৮০০১৬২৫৭৭৭

    গড়পঞ্চকোট অতিথি আবাস: ৯৬৪১৩০০১০৮

    অরণ্যের দিনরাত্রি: ৯৪৩৪০৭৭০৭০

    জয়চণ্ডী পাহাড় হিল রিসর্ট: ৭০৭৬৭০৩১৮৭

    বড়ন্তি

    ভিলেজ রিসর্ট: ৮৬৩৭৩৭০১৪৮

    বড়ন্তি ইকো ট্যুরিজম: ৭৪০৭৯৭১৪৫৬

    ফুটিয়ারি

    অহল্যাভূমি: ৬২৯৫১৬৭৯১৬

    তা হলে আর দেরি কেন? মনের মানুষের সঙ্গে বেরিয়ে পড়ুন রঙের উৎসবের আগেই। প্রান্তভূমি পুরুলিয়া জুড়ে ছড়িয়ে থাকা পলাশ হাতছানি দিয়ে ডাকছে আপনাকে। এই ডাক এড়াবে কার সাধ্যি!

  • Link to this news (এই সময়)