• গাছে জল দিতে অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিলেন বর্ধমানের যুবক
    এই সময় | ১১ মার্চ ২০২৫
  • এখন ইন্টারনেট-অ্যাপের যুগ। এক ক্লিকেই গোটা বিশ্ব চলে। এ বার সেই অ্যাপই গাছে জল দেবে। ধরুন, আপনার বাড়ির বাগান গাছে ভর্তি, কিংবা ছাদে সবুজের সমারোহ। অথচ বেড়াতে গেলে তাদের জল দেওয়ার কেউ নেই। সেই জল দেওয়া যাবে এই অ্যাপের মাধ্যমেই। বর্ধমান শহরের সনৎকুমার সিংহ এ রকমই একটি অ্যাপ বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান শাখার অফিস সুপারিনটেন্ডেন্ট সনৎকুমার সিংহ। বর্ধমান শহরের ঝাঁপানতলা এলাকায় তাঁর বাড়ি। বাড়িতেই অ্যাপের মাধ্যমে পরিচালনা করেন তাঁর সাধের ‘ওয়াইফাই স্মার্ট বাগান’। গাছে জল দেন নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমেই।

    স্বভাবতই প্রশ্ন উঠবে, কী করে তা সম্ভব? সনৎকুমার জানান, তাঁর বাড়ির ছাদে সব মিলিয়ে ৪০০-এর কাছাকাছি গাছ আছে। একই সঙ্গে বাড়িতে রয়েছে বাগানও। ফল থেকে ফুল কিংবা সব্জি, সমস্ত গাছ রয়েছে তাঁর বাড়িতে। আলু, পিঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, ক্যাপসিক্যাম— কী নেই তালিকায়।

    এত দিন ছাদের গাছে জল দিতেন পাম্প চালিয়ে। কিন্তু কাজের জন্য বাইরে যেতে হয়। এ দিকে তিনি বাড়িতে না থাকলে, গাছে জল দেওয়া হয় না। এর পরই তিনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু করার ভাবনাচিন্তা মাথায় আনেন।

    প্রথমে ছাদের বাগানকে ওয়াইফাই ব্যবহার করে স্মার্ট বাগানে পরিণত করেন। ছাদে রাউটার লাগিয়ে তার সঙ্গে ওয়াইফাই ডিভাইস যুক্ত করে মোবাইল অ্যাপের সঙ্গে তা যুক্ত করেন। মোবাইলে অ্যাপের সঙ্গে রাউটার আর পাম্পটিকে যোগ করে দেন। সেই পাম্পের পাইপ লাইন প্রত্যেকটা টবের সঙ্গে যুক্ত করে অ্যাপে নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে টবে জল দেওয়া যায়।

    সনৎকুমার সিংহ বলেন, ‘চার বছর ধরে এই পদ্ধতিতে আমি গাছে জল দিচ্ছি। আমার এক বন্ধু শোভরাজ মল্লিক আমাকে এই বিষয় সাহায্য করেছে। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।’ মোবাইল ফোনে এক ক্লিকে ফ্যান চালানো বা এসি চালানো এখন জলভাত। সনৎকুমার সিংহের বিশ্বাস, তাঁর উদ্ভাবনীও এক সময় ঘরে ঘরে কাজে লাগানো হবে।

  • Link to this news (এই সময়)