কৌশিক দে, মালদা
ইংরেজবাজারের নিকাশি ব্যবস্থার অন্যতম মাধ্যম চাতরা বিল। দিনের পর দিন এই চাতরা বিলের একাংশ বেআইনি ভাবে ভরাট করার অভিযোগ উঠেছে। আর সেই ভরাট ঠেকাতে এবার সীমানা নির্ধারণের মাধ্যমে লক্ষণরেখা টানার উদ্যোগ নিল জেলা প্রশাসন।
ইতিমধ্যে প্রশাসনিক বৈঠকে করে চাতরা বিলের ভরাট বন্ধে সীমানা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। রায়তি সম্পত্তি থাকলেও কোনও ভাবেই এই বিলের জলাজমি ভরাট করা যাবে না বলে প্রশাসন নির্দেশিকা জারি করেছে।
এমনকী, জলাজমির যে সব এলাকায় বাড়ি তৈরি করা হয়েছে, সেগুলো জেলা প্রশাসনের তৈরি করা সীমানা রেখার মধ্যে পড়লে, প্রয়োজনে আদালতের নির্দেশে ভাঙা হতে পারে। সম্প্রতি জেলা শাসক নীতিন সিংহানিয়ার উদ্যোগে জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দেবাহুতি ইন্দ্র, ইংরেজবাজারের বিএলআরও–সহ সংশ্লিষ্ট দপ্তরের অফিসারদের নিয়ে একটি বৈঠক করা হয়। সেখানেই চাতরা বিলের লক্ষণরেখা টানার কথা জানিয়ে দেওয়া হয়েছে। নীতিন বলেন, ‘আদালতের নির্দেশে চাতরা বিলের সংরক্ষণের ক্ষেত্রে সীমানা নির্ধারণের কাজ শুরু করা হয়েছে।’
ইংরেজবাজার পুরসভার ৩, ২৪, ২৫, ২৮ এবং ২৯ নম্বর ওয়ার্ড জুড়ে রয়েছে কয়েকশো একরের চাতরা বিল। তবে এই বিলের অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তি মালিকানা রয়েছে। কিন্তু সেই মালিকরা নিজেদের জমির এলাকা ধীরে ধীরে ভরাট করছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই চাতরা বিলে অসংখ্য পাকা বাড়ি তৈরি হয়েছে। এমনিতেই ইংরেজবাজার শহরের ফাঁকা জায়গা অমিল। তার মধ্যে এই বিলেও এখন বাড়ি তৈরি শুরু হয়ে গিয়েছে।
শহরের বিভিন্ন এলাকার বৃষ্টির জমা জল বের হওয়ার অন্যতম মাধ্যম চাতরা বিল। এই বিলের জল কমলাবাড়ি যদুপুরের পথ হয়ে পুরাতন মালদার ব্লকের মহানন্দা নদীতে গিয়ে মিশছে। কিন্তু ধীরে ধীরে এই বিলটি ভরাট হতে থাকায় বৃষ্টির জল জমা নিয়ে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
চাতরা বিলের ভরাট বন্ধ করতে বেশ কিছু পরিবেশবিদ আদালতে মামলা করেছিলেন। এই বিলটি রক্ষায় একটি কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি জেলা প্রশাসনকেও চাতরা বিলের ভরাট বন্ধের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু তারপরেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে ধীরে চাতরা বিল ভরাটের কাজ চলছে বলে অভিযোগ। যদিও জেলাশাসক বলেন, ‘চাতরা বিল ভরাট রুখতে প্রশাসন শক্ত হাতে ব্যবস্থা নিয়েছে। কোনও ভাবেই চাতরা বিল ভরাট করা যাবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’