জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে। এই সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ গ্রামে। এই ঘটনায় দুই গোষ্ঠীর কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তার মধ্যে রয়েছে দুই নাবালিকা-সহ বেশ কয়েক জন মহিলা। আহতদের চোপড়া দলুয়া হাসপাতাল ও ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেতনাগছ গ্রামে ৮ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই হাকিমুদ্দিনের সঙ্গে সমিরউদ্দিনের বিবাদ চলছিল। ওই জমি হাকিমুদ্দিনের পৈত্রিক সম্পত্তি বলে দাবি। মঙ্গলবার দলবল নিয়ে সমিরউদ্দিন সেই জমি দখল করতে যায় বলে অভিযোগ। তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হাকিমুদ্দিনের বাড়ির সামনে খড়ের গাদা ও একটি গবাদি পশুর ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সমিরউদ্দিনের বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে দু পক্ষই এক্ব অন্যের উপর চড়াও হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, বিবাদমান দু'পক্ষই তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক। কিন্তু সমিরউদ্দিন প্রভাবশালী হওয়ায় তাঁদের ওই ৮ বিঘা জমির দখলে নিতে চাইছে বলে অভিযোগ হাকিমুদ্দিনের। সংঘর্ষের ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
এই ঘটনায় চোপড়া দলুয়া প্রাথমিকে স্বাস্থ্যকেন্দ্রে থেকে সমিরউদ্দিন গোষ্ঠীর চার জনকে আটক করেছে চোপড়া থানার পুলিশ।