• আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে শ্লীলতাহানির অভিযোগ, নাম জড়াল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের
    এই সময় | ১১ মার্চ ২০২৫
  • আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে নাবালিকার শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ইংরেজবাজারে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার অভিযুক্তের বাড়িতে চড়াও হন এলাকার লোকজন। অভিযোগ, ওই যুবকের মা তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযুক্ত ১০০ দিনের কাজের সুপারভাইজার হিসাবে কাজ করেন। ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি এই কাজ করেছেন। যদিও তাঁর স্ত্রীর দাবি, মিথ্যা কথা বলে তাঁর স্বামীকে ফাঁসানো হচ্ছে।

    অভিযোগ, পঞ্চায়েত সদস্যের ছেলে সম্প্রতি আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে ওই নাবালিকার বাড়িতে ঢোকেন। নাবালিকার বাবার অভিযোগ, ঘরে কেউ ছিল না। সেই সুযোগে বাড়িতে ঢুকে বলে অনলাইনে আবাসের ঘরের ব্যবস্থা করে দেবে। তার জন্য মা-বাবার আধার কার্ড চায়। মেয়ে ঘরের ভিতরে তা আনতে গেলে এই ঘটনা ঘটায়। এর পরই পাড়ার লোকজন গিয়ে ওদের বাড়িতে যায়।

    ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। এ দিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তবে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি, তাঁর ছেলে নির্দোষ। অভিযুক্তের স্ত্রীর বক্তব্য, ‘কয়েকটা লোক ঘরে ঢুকে আমার সঙ্গে অভব্যতা করে। আমাকে মারধরও করে। আমার বাচ্চাটাকেও মারে ওরা। এখন আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। ঘরের জন্য এ সব করছে ওরা। আমার স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে একটা মেয়ের সঙ্গে কথা বলছিল। সেখানে আরও লোকজন ছিল। সেখানে কী ভাবে ধর্ষণের ঘটনা ঘটতে পারে?’

    ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বক্তব্য, এই ধরনের ঘটনায় কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তদন্ত করছে। তৃণমূল কোনও ভাবে এ ধরনের ঘটনায় সমর্থন দেবে না, জানান তিনি।

  • Link to this news (এই সময়)