• অ্যাকাউন্ট ভাড়া, পরপর সিম তৈরি, দেশ-বিদেশে ১০০ কোটির জালিয়াতি চক্রের মাথা পুলিশের জালে ...
    আজকাল | ১১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাইবার প্রতারণা-সহ নানা ভাবে বারবার সাধারণ মানুষ জালিয়াতির শিকার সাম্প্রতিককালে। এবার দেশে বিদেশে কোটি কোটি টাকার জালিয়াতি চক্রের মাথা ধরা পড়ল পুলিশের জালে। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সইদুল, অভিযোগ, সাধারণ মানুষের একাউন্ট ভাড়া করে প্রতারণা করছিল দীর্ঘদিন ধরে। এই জালিয়াতি চক্রের মূল কিংপিন স‌ইদুল অবশেষে পুলিশের হাতে। সইদুলকে গ্রেপ্তারের পর একাধিক তথ্যের হদিস পেয়ে হতবাক পুলিশ, সূত্রের খবর তেমনটাই। 

    ফাঁসিদেওয়া থানায় দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সোমবার সাংবাদিক সম্মেলন করে জানান, সইদুল সাধারণ মানুষের নথি নিয়ে অ্যাকাউন্ট ভাড়া করে, সেই নথি দিয়ে সিম কার্ড তৈরি করত । সেই ভাড়া অ্যাকাউন্টের সাহায্যে প্রতারকদের দিয়ে মোট ১০০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে। এই জালিয়াতি চক্রের তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও নেতৃত্বে ৫ সদস্যর সিট গঠন করা হয়েছে। 

    দেশের মোট ৩৪০টি অনলাইন প্রতারণা অভিযোগ এই ঘটনায় যুক্ত। ফাঁসিদেওয়া থানায় এই জালিয়াতির ঘটনায় ৮টি অভিযোগ দায়ের হয়েছে। ফাঁসিদেওয়া থেকে গুজরাট, মুম্বই ও দিল্লির প্রতারণা গ্যাং এর সঙ্গে যোগ ছিল স‌ইদুলের, সূত্রের খবর তেমনটাই। শুধু দেশে নয় দুবাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও ছড়িয়ে এই জালিয়াতি চক্র। মঙ্গলবার তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
  • Link to this news (আজকাল)