আজকাল ওয়েবডেস্ক: তিনদিন মেয়ে বাড়ি ফেরেনি, শনিবার ফেরার কথা ছিল, ফেরেনি। তারপরেই গাছে যুবতীর দেহ বাঁধা অবস্থায় পাওয়া যায়। মহিলাকে খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে।
ঘটনাস্থল পূর্ব বর্ধমানের গলসি। ধৃতের নাম লক্ষ্মীরাম সোরেন। সোমবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে রবিবার সকালে। সপ্তাহান্তের শেষ দিনে সাত সকালে এক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের গলসিতে। মৃতার বয়স ২৮। স্থানীয় বাসিন্দা সেখ হায়দার আলি মাঠে যাবার সময় গলসির পুরন্দরনগর কলাবাঁধের কাছে পুকুরের ধারে যুবতীকে গাছে বাঁধা অবস্থায় দেখতে পান। এরপর তিনি আশপাশের লোকজনকে ডাকেন, খবর দেওয়া হয় গলসি থানায়।
খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতার মা তুর্কি মুর্মু জানিয়েছেন, মেয়ের বিয়ে হয় গলসির পোতনা গ্রামে। কিন্তু স্বামী কর্মসূত্রে বাইরে থাকার কারণে মেয়ে তাঁর কাছেই থাকতেন। স্থানীয় একটি ধানকলে কাজ করতেন। তিনদিন বাড়ি ফেরেননি। শনিবার রাতে ফেরার কথা ছিল। তাও ফেরেননি। রবিবার সকালে তাঁর দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে।
গ্রামবাসীদের অনুমান, যুবতীকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণ করে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তার তদন্ত শুরু করে গলসি থানার পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত লক্ষ্মীরাম সরেন মহিলার প্রেমিক।