• ‘রাঙিয়ে দিয়ে যাও’, মঙ্গলের সকালে বিশ্বভারতীতে ঘরোয়া বসন্ত বন্দনা...
    আজকাল | ১১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দোল পূর্ণিমার আগেই বিশ্বভারতীতে উদযাপিত হল চিরাচরিত বসন্তোৎসব। মঙ্গলবার ভোরে বৈতালিক এবং সকালে অনুষ্ঠানের মাধ্যমে মূল উৎসবের সূচনা হয়, যা শেষ হয় ‘রাঙিয়ে দিয়ে যাও’ গানের মাধ্যমে। তবে এবছর বিশ্বভারতী কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভিতরে আবির বা রঙ খেলার অনুমতি দেয়নি।

    এই সিদ্ধান্তে কিছুটা আক্ষেপ থাকলেও পড়ুয়ারা প্রাণখোলা উদ্দীপনায় উৎসবে অংশ নেন। বিশ্বভারতীর প্রাঙ্গণে রঙের ছোঁয়া অনুপস্থিত থাকলেও, অনেক পড়ুয়াকেই ক্যাম্পাসের বাইরে আবির খেলতে দেখা গিয়েছে এদিন। ঐতিহ্যবাহী পরিবেশনা, গান ও নৃত্যের মাধ্যমে দোলের আবহ প্রাণবন্ত হয়ে ওঠে।

    দোল, বসন্তোৎসবে কবিগুরুর শান্তিনিকেতনে গিয়ে ভিড় জমান বহু মানুষ। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল যে, এদিনের এই অনুষ্ঠানে কোনও রকম বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার পর্যটকদের জন্য বন্ধ রবীন্দ্রভবন। সেই মতোই ছাত্র-ছাত্রী অধ্যাপক আশ্রমিকদের নিয়েই পালিত হয় আজকের এই বসন্ত উৎসব। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এই উৎসবের নাম বসন্ত বন্দনা দেওয়া হয়েছে।।

    এই প্রসঙ্গে উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই বিশ্বভারতীতে আগের মতো আর ধুমধামের সঙ্গে, বড় আকারে বসন্তোৎসব পালিত হচ্ছে না।  ছিমছাম, ঘরোয়া ভাবে পালিত হচ্ছে বসন্ত বন্দনা।
  • Link to this news (আজকাল)