• ত্রয়ী দাঁতালের দাপটে বন্ধ যাতায়াত! দীর্ঘক্ষণ এলাকায় দাপাদাপির পর...
    ২৪ ঘন্টা | ১১ মার্চ ২০২৫
  • মৃত্যুঞ্জয় দাস: জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব, প্রায় সব জায়গারই চেনা ছবি। বাঁকুড়া হোক কিংবা ডুয়ার্স যেকোনও জায়গায় দেখা মিলতে পারে গজরাজের তবে যদি তিনি চান। যদিও দাঁতালের আক্রমণ ঠেকাতে নানান জায়গায় নানান উদ্যোগ নেওয়া হয়। তবুও তিনি তো গজরাজ এবং সব জায়গায় যে হারে শিল্প বাড়ছে, তা খতিয়ে দেখতেই কী তার আগমণ! আসলে তিনি তো স্বয়ং বিশ্বকর্মার বাহন। যদিও এমন মজা করা একেবারেই করা উচিৎ নয়। গজরাজের আক্রমণেই কিন্তু প্রাণ হারান অনেকে। তাই সবসময় তাকে নিয়ে মজা করাও একেবারেই উচিৎ না। আমরা তো আগেও দেখেছি দাঁতালের রণমূর্তী ধারণ করা রূপ। কিন্তু ওই যে প্রবাদে আছে 'হাতি পড়লে কাদায়, চামচিকেও মারে লাথি।' দাঁতালের করুণ অবস্থার সুযোগ নিয়ে অনেকেই আবার বেশ মজা করে ফোটোও তোলেন। যদিও এসব দৃশ্য নতুন নয়। তবে জঙ্গল ছেড়ে দাঁতালের এদিক ওদিক ঘুরে বেড়ানোর ফলে প্রবলভাবে আতঙ্কিত হন গ্রামবাসীরা। এমনই এক ছবি ধরা পড়ল বাঁকুড়ার কাল্লাপুর জঙ্গলের রাস্তায়।

    জঙ্গলের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এক নয়, দুই নয়, তিনটে দাঁতাল! সাত সকালেই তাদের দাপাদাপিতে প্রবলভাবে আতঙ্কিত গঙ্গাজলঘাটির মানুষেরা। গঙ্গাজলঘাটির জঙ্গলের রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছে তিনটে দাঁতাল! তাদেরকে ঘিরেই চরম হুড়েহুড়ি লেগে যায় সেখানে।

    সূত্রের খবর গঙ্গাজলঘাটির জঙ্গলের রাস্তায় সাত সকালেই রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে তিনটি দাঁতাল। দীর্ঘক্ষণ ধরে রাস্তার উপর দাঁতালগুলি দাপিয়ে বেড়ানোয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে ওই গ্রামীণ রাস্তা দিয়ে যাতায়াতও বন্ধ হয়ে যায়। 

    বাঁকুড়া জেলার বিভিন্ন জঙ্গলে এখন ৬৫ থেকে ৬৮ টি হাতি রয়েছে। এরমধ্যে গঙ্গাজলঘাটি রেঞ্জের দেউলির জঙ্গলে ৩টি ও সারংপুর জঙ্গলে ২টি হাতি রয়েছে। আজ সকালে সেই হাতিগুলির মধ্যে ৩ টি দাঁতাল চলে আসে কাল্লাপুর জঙ্গলের রাস্তায়। ত্রয়ী দাঁতালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় দাঁতালগুলি দাপিয়ে বেড়ানোয় ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে বাগদহ যাওয়ার রাস্তা দিয়ে কার্যত বন্ধ হয়ে যায় যাতায়াত ব্যবস্থা। সমস্যায় পড়েন পার্শ্ববর্তী জামঘরি, সারঙ্গপুর, রাধাকৃষ্ণপুর, ধতল, হেগাশোল ও হদলবনিসহ বিভিন্ন গ্রামের মানুষ। পরে দাঁতালগুলি নিজে থেকেই পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে পড়লে ফের ওই রাস্তা দিয়ে যাতায়াত শুরু হয়।

     

  • Link to this news (২৪ ঘন্টা)