• ‘ঢুকতে পারবে, বেরতে পারবে না’, অর্জুনের জন্য কামারহাটিতে ‘ব্যুহ’ তৈরি মদনের
    প্রতিদিন | ১১ মার্চ ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের অজ্ঞাতে চক্রব্যুহে ঢুকে কৌরবপক্ষের হাতে বন্দি হয়ে গিয়েছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন-পুত্র অভিমন্যু। আর আজকের রাজনীতির মাটিতে খোদ অর্জুনের জন্যই তৈরি হচ্ছে ‘ব্যুহ’! নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পা রাখলেই সেভাবে বন্দি হয়েল পড়বেন বারাকপুরের ‘বাহুবলী’ বিজেপি নেতা অর্জুন সিং। এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবার কামারহাটি পুরসভায় ২৯ নং ওয়ার্ড এলাকায় দলের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অর্জুনকে একহাত নিলেন মদন। স্পষ্ট বললেন, ”কামারহাটিতে ঢুকতে চাইলে, ঢুকতে পারবে, কিন্তু বেরতে আর পারবে না।”

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি, বেলঘরিয়ায় শুটআউটে গ্রেপ্তার-সহ সাম্প্রতিক একাধিক ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলেছে। শাসক-বিরোধী চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। যাদবপুরের নজিরবিহীন অশান্তির ঘটনা নিয়ে তৃণমূলকেই দুষছে বাম, বিজেপি। উলটোদিকে, বাম ও অতি বাম আঁতাঁতকে দায়ী করেছে শাসক শিবির। এসবের মাঝে বারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপির অর্জুন সিং আবার তৃণমূল-সিপিএমের ‘গট আপ’ তত্ত্ব সামনে এনেছিলেন। তা মোটেই পছন্দ হয়নি শাসকদলের নেতানেত্রীদের।

    এরই জবাব দিতে গিয়ে সোমবার মদন মিত্র বলেন, ”অনেকে এখানে ঢুকে দাঙ্গা তৈরির চেষ্টা করছে, সব বুঝতে পারছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে অশান্তির চেষ্টা হচ্ছে। কিন্তু এখানকার জনতা খুব সচেতন। জেনে রাখুন, অর্জুন সিং যদি নিজের এলাকা ছেড়ে এখানে এসে কিছু করতে চায়, তাহলে এখানে ঢুকতে পারবে, কিন্তু বেরতে পারবে না। কে অর্জুন? বিজেপিই তো ওকে বসার চেয়ার দেয় না। আগে নিজের জায়গা ঠিক করুক, তারপর অন্য জায়গার কথা ভাববে।” এর পাশাপাশি মদনের আরও আক্রমণ, ”যারা যারা নিয়মিত মজদুর ভবনে যাচ্ছেন, আমরা তাদের উপর নজর রাখছি কিন্তু। আপনি নিজেও জানেন না কী হবে।” তবে মদনের এই হুঁশিয়ারির পালটা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি বারাকপুরের ‘বাহুবলী’ নেতা।
  • Link to this news (প্রতিদিন)