• ছটে বন্ধ, নির্দিষ্ট ক্লাবের জন্য দোলে কেন খোলা রবীন্দ্র সরোবর? মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবেশ কর্মীরা
    প্রতিদিন | ১১ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছটে বন্ধ থাকলে দোলে কেন ক্লাবের জন্য খোলা থাকবে রবীন্দ্র সরোবর? এই প্রশ্নকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল এলাকায়। নিয়ম ভেঙে অনুমতি দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন পরিবেশ প্রেমী ও স্থানীয়দের একাংশ। এবিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও কমিশনারের কাছে মেল করা হয়েছে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

    বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, দোল উপলক্ষ্যে ১৪ ও ১৫ মার্চ আমজনতার জন্য বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। কিন্তু কয়েকটি ক্লাবের জন্য নাকি রয়েছে ছাড়। কেন এমন সিদ্ধান্ত? এই প্রশ্ন তুলেই মঙ্গলবার সকালে রবীন্দ্র সরোবরের ১২ নম্বর গেটে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। শামিল হয়েছিলেন প্রাতর্ভ্রমণকারীরাও। তাঁদের অভিযোগ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের তোয়াক্কা না করেই একদিকে লেকের ভিতর নির্মাণকাজ চলছে। অন্যদিকে কয়েকটি ক্লাবকে ভিতরে দোল উদযাপনের অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টা মানতে নারাজ পরিবেশপ্রেমীরা।

    জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা বিষয়টা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কমিশনারের কাছে মেল করা হয়েছে। তবে প্রশাসনের তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় প্রতিবছরই ছট উপলক্ষ্যে সরোবর বন্ধ করে দেওয়া হয় আমজনতার জন্য। মোতায়েন করা হয় পুলিশও। এবছর দোলেও আমজনতার জন্য রবীন্দ্র সরোবরের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই মাঝে ক্লাব অনুমতি পাওয়ায় নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।
  • Link to this news (প্রতিদিন)