• পার্ক সার্কাসে লরি পিষে দিতেই মৃত্যু মোটরবাইক চালকের, আবার শহরে পথ দুর্ঘটনার বলি
    হিন্দুস্তান টাইমস | ১১ মার্চ ২০২৫
  • আবার শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। তা নিয়ে এখন তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এই পথ দুর্ঘটনা ঘটেছে বেপরোয়া গতিতে চালানোর জন্য। লরির বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে মোটরবাইক আরোহীকে। আর তার জেরে প্রাণ গেল এক মোটরবাইক আরোহীর। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ অফিসাররা। তবে এই ঘটনায় আবার বেপরোয়া গতির সাক্ষী থাকল কলকাতা। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও পথের বলি কিছুতেই কমছে না।

    এদিকে স্থানীয সূত্রে খবর, লরির সঙ্গে মোটরবাইকের রেষারেষি চলছিল। তার জেরেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। আর তার পরিণতি হিসাবে লরির সঙ্গে জোর ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল ওই মোটরবাইক আরোহীর। আজ, মঙ্গলবার দুপুরে এই পথ দুর্ঘটনা ঘটেছে পার্ক সার্কাস এলাকায়। পথ দুর্ঘটনার পরে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে ওই ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। আর তার চালককে গ্রেফতার করেছে পুলিশ। চার নম্বর ব্রিজ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিলেন ওই মোটরবাইক আরোহী। তিনি পেশায় অ্যাপ বাইক চালক। লোকেশন অন করেই গন্তব্যে যাচ্ছিলেন।


    অন্যদিকে তখনই একটি লরি পাশে চলে আসে। ওই লরির সঙ্গে রেষারেষি শুরু হয়ে যায় মোটরবাইক আরোহীর। অভিযোগ, এই রেষারেষি চলাকালীন মোটরবাইকে ধাক্কা মারে লরি। তখনই ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাপ বাইক চালকের। এমন প্রতিকূল অবস্থা দেখে লরি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। কিন্তু পুলিশের তৎপরতায় তা সফল হয়নি। এই পথ দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ওই রুটে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। একদিন আগেই রবিবার রাতে বেপরোয়া মোটরবাইক চালানোর সাক্ষী থেকেছে কসবা। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ শীতলামন্দির মোড়ে বেপরোয়া মোটরবাইক রাস্তা থেকে ফুটপাতে ধাক্কা মারতেই গুরুতর জখম হয় সাত বছরের শিশু।

    এছাড়া পার্ক সার্কাস সেভেন পয়েন্টেই লরি–সহ চালককে গ্রেফতার করে পুলিশ। ওই ঘাতক লরি চালককে বেনিয়াপুকুর থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘‌একটা যুবক মোটরবাইক নিয়ে যাচ্ছিল। লরি তাকে মেরে দিয়ে চলে গেল। ওই যুবকের মোবাইল লোকেশন চালু ছিল। আমরা ওকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে ছুটে আসেন বেনিয়াপুকুর থানার ওসি।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)