• ছটপুজোয় বন্ধ রবীন্দ্র সরোবর, হোলিতে ক্লাবের জন্য কেন খোলা?‌ মুখ্যমন্ত্রীকে নালিশ
    হিন্দুস্তান টাইমস | ১১ মার্চ ২০২৫
  • ছটপুজোর সময় দক্ষিণ কলকাতার ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবর বন্ধ থাকে। যাতে জলে দূষণের জেরে জলজ প্রাণীর ক্ষতি না হয়। সরোবরের জল দূষিত না হয় এবং প্রকৃতির ক্ষতি না হয়। কিন্তু এবার দোলের দিন রবীন্দ্র সরোবরে ঢোকা যাবে। এই খবর চাউর হতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৪ এবং ১৫ মার্চ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকলেও রবীন্দ্র সরোবর খোলা থাকবে ক্লাবের জন্য বলে সূত্রের খবর। খোলা থাকবে সরোবরের ঢোকার দরজা। কিন্তু নিয়ম ভেঙে কেন ক্লাবকে অনুমতি দেওয়া হচ্ছে? এক্ষেত্রে দূষণ হবে না?‌ রঙ–আবিরে সরোবরের জলের ক্ষতি হবে না?‌ এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে।

    এই ঘটনা প্রকাশ্যে আসার পরই প্রকৃতির ক্ষতি এবং স্বজনপোষণের অভিযোগ তুলে আজ, মঙ্গলবার সকালে রবীন্দ্র সরোবরের ১২ নম্বর গেটে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। সেখানে উপস্থিত ছিলেন বহু প্রাতঃভ্রমণকারীরাও। তাঁদের অভিযোগ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে যেমন লেকের ভিতরে নির্মাণকাজ চলছে ঠিক তেমনই দোল–হোলির দিন কিছু ক্লাবকে লেকের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। দোল উপলক্ষ্যে ১৪ এবং ১৫ মার্চ আমজনতার জন্য বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। কিন্তু কয়েকটি ক্লাবের জন্য খোলা থাকবে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে এখন সরগরম সরোবর এলাকা।


    এখানে কয়েকটি ক্লাবকে রবীন্দ্র সরোবরের ভিতরে দোল উদযাপনের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টা মানতে নারাজ পরিবেশপ্রেমীরা। তাই এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ই–মেল পাঠিয়ে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এই রবীন্দ্র সরোবর জাতীয় লেক। এটির দেখভাল করে কেএমডিএ। সেখানে ক্লাব যদি অনুমতি পায় তাহলে তা নিয়েছে কেএমডিএ’‌র থেকে। যদি এই বিষয়ে কেএমডিএ এখন মুখে কুলুপ এঁটেছে। তবে তেতে উঠেছেন পরিবেশ কর্মীরা।

    এছাড়া এই গোটা ঘটনার কথা লিখিত আকারে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনারের কাছে ইমেল করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এই রবীন্দ্র সরোবরে পরিবেশ রক্ষার স্বার্থে প্রত্যেক বছরই ছটপুজো উপলক্ষ্যে বন্ধ করে দেওয়া হয়। এখানে আমজনতা ঢুকতে পারেন না। বরং প্রত্যেকটি গেটে মোতায়েন করা হয় পুলিশ। এই বছর দোলেও সাধারণ মানুষের জন্য রবীন্দ্র সরোবরের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মাঝে ক্লাবকে অনুমতি দেওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)