• মূর্তি ভাঙচুরের অভিযোগে অনা মুলতুবি প্রস্তাব খারিজ, বিধানসভা থেকে ওয়াক আউট BJPর
    হিন্দুস্তান টাইমস | ১১ মার্চ ২০২৫
  • রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের সম্পত্তি ও দেবস্থানে হামলা নিয়ে বিধানসভায় আনা মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় মঙ্গলবারও ওয়াক আউট করলেন বিজেপি বিধাকয়রা। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন। এদিন বিধানসভা থেকে বিজেপি বিধায়করা ওয়াক আউট করার পর তাঁদের সঙ্গে যোগদান করের সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি।

    পূর্ব মেদিনীপুর ও বসিরহাটে হিন্দু দেবতাদের বিগ্রহ ভাঙচুরের অভিযোগ তুলে মঙ্গলবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চায় বিজেপি। কিন্তু সেই অনুমতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরই স্লোগান দিতে দিতে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। তখন বিধানসভার বাইরে তাঁদের সঙ্গে যোগদান করেন শুভেন্দুবাবু। এর পর তিনি রাজ্যে হিন্দুদের ওপর একের পর এক হামলার ঘটনায় ক্ষোভ উগরে দেন তিনি।

    শুভেন্দুবাবু বলেন, আগামীকাল কেমন বিক্ষোভ হয় দেখবেন। এই স্পিকারের একচোখা রোগ হয়েছে। উনি সংবিধান মানেন না। তাই আগামী ১৯ মার্চ বারুইপুরে বিমানবাবুর বিধানসভা কেন্দ্রে বুকে কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখাবেন বিজেপি বিধায়করা। এই স্পিকারকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যাব।

    বলে রাখি, গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় হিন্দুদের ধর্মস্থান ও সম্পত্তিতে হামলার অভিযোগ উঠেছে। বসিরহাট ও পূর্ব মেদিনীপুরে দেবস্থানে বিগ্রহ ভাঙা হয়েছে বলে অভিযোগ। মুর্শিদাবাদের নওয়াদায় হিন্দুদের দোকান ও সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)