• 'তোমার মাকে চেনা চেনা…', ‘ছিঃ দেখুন বিজেপি বিধায়কের মুখের ভাষা!’ খোঁচা দেবাংশুর
    হিন্দুস্তান টাইমস | ১১ মার্চ ২০২৫
  • তিনি কবি। তিনি বিজেপির বিধায়ক। নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক। ছন্দে ছন্দে তৃণমূলকে কটাক্ষ করতে বিজেপিতে তাঁর নাকি জুড়ি পাওয়া যায় না। অনেকটা পদাবলী কীর্তনের ঢঙে। আর সেই বিজেপি বিধায়ক অসীম সরকার যে কমেন্ট করেছেন সোশ্য়াল মিডিয়ায় তা দেখলে একজন বিধায়কের দায়িত্বজ্ঞান নিয়েই প্রশ্ন ওঠে। সমস্ত শালীনতার গন্ডী ছাড়িয়েছেন তিনি। এমনটাই মনে করছেন অনেকে।

    আসলে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তারপরেই হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার যে ভাষায় পোস্ট ও কমেন্ট করেছেন সেটাই তুলে ধরেছেন তৃণমূল নেতা। একজন মহিলা জনপ্রতিনিধি সম্পর্কে এই ধরনের মন্তব্য ও পোস্ট করা একজন বিধায়কের করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।

    দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, সর্বশেষ কমেন্ট করা ব্যক্তি হচ্ছেন অসীম সরকার। নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক। একজন বিধায়কের মুখের ভাষা যদি এই হয় তবে তার দলের বাকিদের চেহারাটাও আন্দাজ করা যায়। ছিঃ। লিখেছেন দেবাংশু। এরপর তিনি কবি অসীম সরকারের প্রোফাইল থেকে করা কমেন্টটি তুলে দেন। সেখানে তিনি লিখেছেন, তোমার মাকে চেনা চেনা মনে হচ্ছে। ও ও ও বুঝতে পারছি সেই মায়ের সন্তান তুমি। এরপর তিনি যে বাক্যগুলি লিখেছেন তা কতটা বিধায়ক সুলভ তা নিয়ে প্রশ্ন উঠছে। এরপর তিনি যে বাক্যগুলি লিখেছেন সেগুলি কতটা বাংলার সংস্কৃতিক সঙ্গে মেলে তা নিয়ে প্রশ্ন উঠছে।

    এর আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ সেই বিধায়কের একটি পোস্টকে তুলে ধরে লিখেছিলেন,বিজেপির হলদিয়ার বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পরে আরেক বিজেপি বিধায়কের পোস্ট। মহিলা সহকর্মীদের এরা কী চোখে দেখে বুঝে নিন। …..এরপর সেখানে কবি অসীম সরকারের প্রোফাইল থেকে যে পোস্ট তুলে ধরেছিলেন কুণাল ঘোষ। তবে সেই বিজেপি বিধায়কের পোস্ট কতটা শালীন তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

    তবে এই পোস্ট বা কমেন্টের সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তাঁর ফেসবুক প্রোফাইলেও এই ধরনের পোস্ট মেলেনি। এনিয়ে বিধায়ক অসীম সরকারের প্রতিক্রিয়াও মেলেনি।

    এদিকে দেবাংশুর পোস্টের জবাবে একজন লিখেছেন, ‘বিজেপির মতো অসভ্য ও বর্বর রাজনৈতিক দলের বিধায়কের কাছ থেকে ভদ্র ভাষা প্রয়োগের আশা কেউ করে না। দুর্ভাগ্য এই বাংলায় এই লোকটার মতো এত নোংরা মানুষ থাকে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)