বেসরকারি স্কুলগুলির বেতন বৃদ্ধি নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য সরকার, মন্তব্য ব্রাত্য
হিন্দুস্তান টাইমস | ১১ মার্চ ২০২৫
বেসরকারি স্কুলে অভিভাবকরা ছেলেমেয়েদের ভর্তি করতে গিয়ে বেশ চাপে পড়ে যান। কারণ বিপুল টাকা ডোনেশন বা ডেভেলপমেন্ট ফি দাবি করা হয়। যদিও তাঁরা কষ্ট করে সেটা টাকা জোগাড়ও করেন তাহলে পরে আসে আর একটি চাপ। সেটি হল–মাসিক বেতন। তাও প্রচুর টাকা। আবার সেই মাসিক বেতন বৃদ্ধি পায় এক শ্রেণি থেকে আর এক শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর। সেটাও বেশ মোটা অঙ্কের টাকা। তার সঙ্গে দিতে হয় ডোনেশন। সুতরাং বেসরকারি বিদ্যালয়ে সন্তানদের পড়ানো অভিভাবকদের কাছে একটা বোঝা হয়ে গিয়েছে। যার কোনও লাগাম নেই। এবার এই লাগামহীন বেতন বৃদ্ধি রুখতে আইন চালু করতে চলেছে রাজ্য সরকার। আজ, মঙ্গলবার বিধানসভায় এই কথাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এত টাকা দিয়ে বেসরকারি স্কুলে পড়াতে সবাই পারেন না। সকলের সামর্থ্য সমান নয়। আসলে সরকারি স্কুল ইংরেজি মাধ্যম নয়। তাই অভিভাবকরা যুগের সঙ্গে তাল মিলিয়ে বেসরকারি স্কুলে সন্তানদের পড়াতে চান। আর তাতেই বিপাকে পড়েন। এই বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধি নিয়ে আজ রাজ্য বিধানসভার অধিবেশনে প্রশ্ন করেন বাঁকুড়া জেলার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। আর তারই জবাবে বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধি এবং অভিভাবকদের উপর চাপের অভিযোগ মেনে নেন শিক্ষামন্ত্রী। আর তখনই ভরা বিধানসভায় ব্রাত্য বসু জানান, এই ধরনের নানা অভিযোগ রাজ্য সরকারের কাছে পৌঁছেছে। তাই এই বেতন বৃদ্ধি বন্ধ করতে একটি কমিশন গঠন করার পথে যেতে চলেছে রাজ্য সরকার। বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধি রুখতে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার।
‘ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন’ গঠন করার জন্য ২০২৩ সালে নীতিগত অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। ওই কমিশনে মোট ১১ জন সদস্য থাকবেন। যার প্রধান হবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। আর বাকি সদস্যদের মধ্যে থাকবেন স্কুলশিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা সংসদের সভাপতি এবং শিক্ষামন্ত্রী মনোনীত দু’জন শিক্ষাবিদ। এমনকী সিবিএসই ও আইসিএসই বোর্ডের প্রতিনিধিরাও থাকবেন। সেখানে এই অভিযোগ খতিয়ে দেখে তার সমাধান করা হবে। সেটাই এবার বড় আকারে আনতে চলেছে রাজ্য সরকার।
এই বিষয়টি ঘটলে অনেকেই বেসরকারি স্কুলে নির্দিষ্ট ফি দিয়ে পঠনপাঠন করতে পারবে এবং অভিভাবকদের উপরও চাপ কমবে। এই বিষয়ে আজ বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য একটি কড়া আইনও চালু করা হবে। আর তার জন্য রাজ্য বিধানসভায় একটি বিল পেশ করবে রাজ্য সরকার। বেসরকারি স্কুলে বেতন বৃদ্ধি নিয়ে অভিভাবকদের বিস্তর অভিযোগ রয়েছে। তা যাতে দ্রুত সমাধান করা যায় সেই জন্যই এই বিল আনা হবে। রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে বিল পেশ করে তা আইনে পরিণত করলে বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রেও চাপ বাড়বে।