• দোলে দুপুরের আগে মিলবে না মেট্রো, দেখে নিন টাইমটেবিল
    এই সময় | ১১ মার্চ ২০২৫
  • শুক্রবার দোলযাত্রার দিনে বেলা আড়াইটে থেকে ব্লু লাইনে শুরু হবে মেট্রো পরিষেবা। গ্রিন লাইন ১ এবং ২-এ মেট্রো পরিষেবা শুরু হবে ৩টে থেকে। এ দিন অরেঞ্জ এবং পার্পল লাইনে কোনও মেট্রো চলাচল করবে না। 

    উৎসবের জন্য অধিকাংশ ক্ষেত্রে যাত্রীদের সুবিধা দিতে বাড়ি মেট্রোর ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের তরফে। কিন্তু যে সমস্ত ছুটিতে আম জনতার রাস্তায় বার হওয়ার প্রবণতা কম থাকে সে ক্ষেত্রে মেট্রো সংখ্যা কমে যায়। দোলে গত কয়েক বছর ধরেই কম মেট্রো চলাচল করে। চলতি বছরেও তার ব্যতিক্রম হলো না। 

     দোলের দিনে মেট্রোর সময়সূচি

    >১৪ মার্চ দোলযাত্রার দিনে ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে ২৬২টির পরিবর্তে ৬০টি মেট্রো যাতায়াত করবে। সংশ্লিষ্ট লাইনে পরিষেবা শুরু হবে আড়াইটে থেকে। 

    >এ দিন কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুুপুর আড়াইটেয়। 

    > দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটেয়। 

    > নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৪ মিনিটের পরিবর্তে ছাড়বে দুপুর আড়াইটেয়। 

    তবে এই রুটের শেষ মেট্রোর ক্ষেত্রে সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। 

    শুক্রবার দোলযাত্রার দিনে গ্রিন লাইন-২-এ  ১৩০টির পরিবর্তে ৪২টি মেট্রে চলাচল করবে (এসপ্ল্যানেড থেকে ২১টি এবং হাওড়া ময়দান থেকে ২১টি)। এই রুটে সেই দিনে বেলা ৩টে থেকে পরিষেবা চালু হবে। ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। 

    গ্রিন লাইন-১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ লাইনে ওই দিনে আপ ও ডাউন মিলিয়ে ২২টি মেট্রো চলবে। এই পরিষেবাগুলি শুরু হবে বেলা ৩টে থেকে এবং ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে। 

     এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, গ্রিন লাইন -২-তে দোলের দিনে মেট্রোর সময়সূচি

    >হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড প্রথম মেট্রো সকাল ৭টার পরিবর্তে বিকেল ৩টেয় চলবে। 

     >এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টেয়। 

    >হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ৮টায় ছাড়বে। 

    >এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রোও ছাড়বে রাত ৮টায়। 

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ গ্রিন লাইন ১-এ দোলের দিনে মেট্রোর সময়সূচি

    >সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম ট্রেন সকাল ৭টা ৫ মিনিটের পরিবর্তে বেলা ৩টেয় ছাড়বে। 

    > শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম ট্রেন সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টেয় ছাড়বে। 

     > সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ৮টায় ছাড়বে

    >শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটের জায়গায় রাত ৮টায় ছাড়বে। 

  • Link to this news (এই সময়)