মঙ্গলবার দুপুরে পার্ক সার্কাসে ভয়াবহ দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো মোটরবাইক আরোহীর। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, চাকা ফেটে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ওই মোটরবাইকে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়েন চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, বাইকটি চার নম্বর ব্রিজ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিলেন। তপসিয়া থানার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাইকটি বেসরকারি পরিবহণ অ্যাপের সঙ্গে সঙ্গে যুক্ত ছিল।
বাইক চালকের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা করছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়েছিল। ট্রাফিক পুলিশের সাহায্যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল? তা খতিয়ে দেখা হচ্ছে।