• স্টেশনে নেই শৌচাগার, চরম বিপাকে নিত্যযাত্রীরা
    এই সময় | ১১ মার্চ ২০২৫
  • শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার যাত্রী। এই লাইনে এখন ৯ কামরার ট্রেনের বদলে ১২ কামরার লোকাল ট্রেন চলে। এই স্টেশনের প্ল্যাটফর্ম আরও লম্বা করা হয়েছে। সেই সঙ্গে বামনগাছি স্টেশনে যাত্রী পরিষেবাও বাড়ানো হয়েছে।

    কিন্তু যাত্রীদের অভিযোগ, স্টেশনে শৌচাগার তৈরি হলেও এখনও তা ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। ফলে স্টেশন লাগোয়া চত্বরে সারতে হচ্ছে শৌচকর্ম। স্টেশনের বাইরে শৌচকার্য় করতে গিয়ে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে বলেও অভিযোগ। বামনগাছি স্টেশনের নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূলত আলোর অভাবেই তালাবন্ধ রাখা রয়েছে শৌচাগার গুলি।

    মহিলা যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল পরিচ্ছ্ন্ন শৌচাগারের। শাসক দলের তরফে ডেপুটেশনের দেওয়া হয়েছিল বাথরুম তৈরির জন্য। স্থানীয়দের দাবি মেনে, তৈরিও হয়েছে বাথরুম। তবে পর্যাপ্ত আলোর অভাবে এক বছর ধরে শৌচাগার চালু হয়নি।

    রেলযাত্রী টুলু মিত্র বলেন, ‘শৌচাগার চালু হলে আমাদের খুবই সুবিধা হয়। দীর্ঘদিন আমরা সমস্যার মধ্যে আছি।’ স্থানীয় ব্যবসায়ী সীমা সাহা বলেন, শৌচাগার থাকলেও জল থাকে না, লাইট থাকে না। খুবই সমস্যার মধ্যে রয়েছি। কবে যে এই সমস্যা মিটবে তা জানা নেই।’

    বারাসত রেলের ইলেকট্রিক অফিসে অভিযোগ জানানো হলে, তাঁদের দাবি, এই মুহূর্তে লাইট লাগানোর কোন ফান্ড নেই। জানা গিয়েছে, বামনগাছি স্টেশন মাস্টার শৌচাগারটি চালু করার জন্য চেষ্টা চালাচ্ছেন। কতদিনে হুঁশ ফিরবে রেলের? এই প্রশ্ন যাত্রীদের।

  • Link to this news (এই সময়)