• মনিবের প্রাণ বাঁচাতে সাপের সঙ্গে লড়াই, চন্দ্রবোড়ার ছোবল খাওয়া রকি এখন কেমন আছে?
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • চন্দ্রবোড়া ছোবল বসিয়েছিল মাথায়। বেশ কিছুক্ষণ লড়াই করার পরে নিস্তেজ হয়ে পড়েছিল চারেপেয়ে রকির দেহ। মনিবকে বাঁচাতে বিষধর সাপের সঙ্গে ‘প্রবল যুদ্ধে’ গিয়েছিল সারমেয়। সেই রকির আরোগ্যকামনা করেছে গোটা নেটপাড়া। এখন কেমন আছে সেই পোষ্য? চিকিৎসক জানাচ্ছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছে রকি। 

    দুর্গাপুরের ফুলঝোড় মোড়ের মধুসূদন পার্কের বাসিন্দা বুদ্ধদেব মণ্ডলের পরিবারের সদস্য ল্যাব্রাডর রকি। গত রবিবার একটি চন্দ্রবোড়া সাপ মণ্ডলদের বাড়ির চৌকাঠ পার করার চেষ্টা করতেই রুখে দাঁড়ায় রকি। বীরবিক্রমে যুদ্ধ করে সে। কিছুক্ষণ পরে বাড়ির সদস্যরা সেখানে জড়ো হন। 

    তাঁরা দেখেন সাপটিকে বাড়িতে প্রবেশ করার থেকে ঠেকিয়ে রেকেছিল রকি। কিন্তু তার ধবধবে সাদা শরীরে সাপের ছোবলের দাগ দেখে রীতিমতো আঁতকে উঠেছিলেন পরিবারের সকলেই। তাকে জামুড়িয়ার নিউ কেন্দায় পশু চিকিৎসকের কাছে নিয়ে যায় মণ্ডল পরিবার। রকির চিকিৎসক শুভম চট্টোপাধ্যায়ের দাবি, রকি এখন অনেকটাই সুস্থ। চিকিৎসায় সাড়া দিচ্ছে সে। তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ। 

    তিনি আরও জানান, ৭২ ঘণ্টা পার হলে বোঝা যাবে রকি এখন কতটা সুস্থ। তবে এখন ও আগের থেকে অনেকটাই ভালো আছে। দৌড়াদৌড়ি করছে। আচরণও স্বাভাবিক। চন্দ্রবোড়া সাপের ছোবল মানুষের ক্ষেত্রে অনেকাংশে প্রাণঘাতী। 

    চিকিৎসক শুভম চট্টোপাধ্যায় জানান, মানুষকে সাপে কামড়ালে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। কিছু ক্ষেত্রে দেখা যায় চিকিৎসার আগে তাঁদের হার্টফেল হয়ে যায়। কিন্তু রকি বুঝতেই পারেনি যে ও সাপের ছোবল খেয়েছিল। তাই ওর আলাদা করে চিন্তা ছিল না। তবে ছোবল খাওয়ার পর ও অসুস্থ হয়ে পড়ছিল। এখনও চিকিৎসায় অনেকটাই সুস্থ। ক্ষতটাও অনেকটা সেরে গিয়েছে। এ দিকে নেটিজ়নরাও রকির দ্রুত আরোগ্য কামনা করছেন। তাঁদের আসা, ‘শীঘ্রই ঘরের ছেলে ঘরে ফিরে আসবে…’। 



    তথ্য সহায়তা: সঞ্জয় দে

  • Link to this news (এই সময়)