• হুইসল নয়, বাজবে সঙ্গীত, গানে গানে হবে আবর্জনা সংগ্রহ
    আজকাল | ১২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ক্লিন দিঘা, গ্রিন দিঘা। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে এভাবেই দিঘাকে গড়ে তোলা হবে। যার জন্য পথে নামলেন মন্ত্রী থেকে জেলাশাসক এবং জেলা পরিষদের সভাধিপতি। সকলে মিলে হাত লাগালেন সমুদ্র সৈকত পরিষ্কারে। ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, রামনগর-১ ব্লকের বিডিও পূজা দেবনাথ-সহ অন্যরা। 

    মঙ্গলবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে একটি বিশেষ বৈঠক হয়। বৈঠকে দিঘাকে পরিচ্ছন্ন রাখতে নেওয়া হয় একাধিক পরিকল্পনা। সিদ্ধান্ত হয় এবার থেকে সৈকত শহরে সকাল হলেই হোটেলে হোটেলে পৌঁছে যাবে আবর্জনা সংগ্রহের ভ্যান। বাজানো হবে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতামূলক গান। যার মাধ্যমে এবিষয়ে উৎসাহিত করে তোলা হবে পর্যটক ও হোটেল কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে এই উদ্যোগ এবং তা ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। 

    সাধারণ আবর্জনা ছাড়াও আরেকটি যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেই বিষয়টি হল সৈকত শহরকে প্লাস্টিক মুক্ত করা। 

    মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, প্লাস্টিক ধংসের জন্য বিশেষ যন্ত্রের ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে খেয়াল রাখা হবে পাড়ে যদি কোনও সামুদ্রিক প্রাণী মরে পড়ে থাকে তবে তা দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, দিঘা এখন বিশ্বের পর্যটন মানচিত্রে অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। বহু বিদেশি পর্যটক এখন দিঘায় বেড়াতে আসেন। ফলে ক্লিন এবং গ্রিন দিঘা গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, সৈকত শহরে একাধিক ডিজিটাল বোর্ড লাগানো হচ্ছে। যেখানে ভিডিওর মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ে সকলকে সতর্ক ও সচেতন করা হবে। এরপরেও যদি পর্ষদের নির্দেশ অমান্য করে কেউ যত্রতত্র আবর্জনা বা নোংড়া ফেলে তবে সেক্ষেত্রে জরিমানার সিদ্ধান্ত নেবে দিঘা প্রশাসন।
  • Link to this news (আজকাল)