• তিন গুণ বেশি পার্কিং ফি নেওয়া হচ্ছে এই রেল স্টেশনে, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা...
    আজকাল | ১২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিয়ম-‌বহির্ভূতভাবে আসানসোল স্টেশনে নেওয়া হচ্ছে চারচাকা গাড়ির পার্কিং ফি। ছয় ঘন্টায় দশ টাকার পরিবর্তে এক ঘন্টায় পার্কিং ফ্রি নেওয়া হচ্ছে ৩০ টাকা। রীতিমতো জোর জবরদস্তি করে এই ফি আদায় করছে একটি ঠিকাদার সংস্থা। ট্রেন ধরার ব্যস্ততা থাকায় যাত্রীরা সেভাবে প্রতিবাদও করতে পারেন না। সেই সুযোগ নিয়েই তিন দিন ধরে তিন গুণ করে পার্কিং ফি নিচ্ছিল আসানসোল রেলস্টেশনের ঠিকাদার সংস্থা। অভিযোগ করলেন যাত্রীরা। 

    এবিষয়ে পার্কিংয়ের কাজে কর্মরত কর্মীরা স্পষ্ট জানাচ্ছেন, তাঁদেরকে ঘন্টায় ৩০ টাকা করে চার চাকা পার্কিংয়ের জন্য টাকা আদায় করতে বলা হয়েছে। সেই মতো রশিদও দেওয়া হচ্ছে। 

    যদি কারুর সময় এক ঘন্টা দশ মিনিট বা তার একটু কম-বেশি হয়ে যায় তাকে ষাট টাকা গুণতে হচ্ছে। আর এরই প্রতিবাদে সরব হলেন যাত্রীরা। রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে সেখানে যান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া। তিনিও এর প্রতিবাদ করে বলেন, সাধারণ মানুষদের বিগত তিন দিন ধরে বেশি বেশি করে পার্কিং ফিজ দিতে হচ্ছিল। তিনি জানতে পেরে আসানসোল স্টেশনে এসে দেখেন যাত্রীদের অভিযোগ সঠিক। হুঁশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে এর বিহিত না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। 

    এই বিষয়ে রেলের ডেপুটি স্টেশন সুপারিনটেনডেন্ট প্রমোদ কুমার সিং জানান, তিনি এই খবর পাওয়ার পর সরেজমিনে খতিয়ে দেখেছেন। তিন দিন ধরে এই ভাবে টাকা নেওয়ার কথা জানতে পেরে ঠিকাদার সংস্থাকে সতর্কবার্তা দিয়ে তিনি বলে দিয়েছেন রেলের নিয়ম অনুযায়ী পার্কিং ফি নিতে হবে। একইসঙ্গে ওই ঠিকাদারকে সতর্ক করে তিনি তাঁকে জানিয়েছেন, পুনরায় এই ধরনের অভিযোগ এলে রেলের নিয়ম অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

     
  • Link to this news (আজকাল)