মিল্টন সেন, হুগলি: মিড ডে মিলের ডাল সেদ্ধ করার সময় ফেটে গেল প্রেসার কুকার। আহত হলেন দুই মিড ডে মিল কর্মী। তাঁদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার শান্তিনগর বিবেকানন্দ নগর জিএসএফপি প্রাইমারি স্কুলে। ২০০ জন ছাত্রছাত্রীর জন্য মিড ডে মিলে রান্না চলছিল আজ দুপুরে। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করার সময় ঘটে বিপত্তি। আচমকাই ফেটে যায় প্রেসার কুকার। তাতে আহত হন মিলি দত্ত ও আরতি লোহার নামে দুই মিড ডে মিল কর্মী। বিকট শব্দ শুনে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দু'জনেরই মুখ ও হাতে গুরুতর আঘাত লেগেছে।
স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা দেবনাথ চট্টোপাধ্যায় বলেন, 'প্রেসার কুকারে রান্না হচ্ছিল। হঠাৎ প্রচন্ড শব্দ হয়। গিয়ে দেখি কুকার বাস্ট করেছে। দু'জন মিড ডে মিল কর্মী আহত হয়েছেন। একজনের কপালে একটা সেলাই দিতে হয়েছে। অন্য রাধুনি, পড়ুয়াদের কোনও ক্ষতি হয়নি।'