জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্নীতির অভিযোগে কড়া প্রশাসন। পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে ফোন করে এবার পদ ছাড়ার নির্দেশ দিলেন খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম! 'আমি কী অপরাধ করলাম, এটা সবার সামনে প্রকাশ করুক', বললেন অভিযুক্ত পুরপ্রধান।
ঘটনাটি ঠিক কী? তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার একাধিক 'বেনিয়ম'। কাঠগড়ায় পুরপ্রধান মলয় রায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ পৌঁছে গিয়েছে প্রশাসনের একেবারে শীর্ষস্তরে! সূত্রের খবর, এর আগেও দু'একবার পুরপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পদ ছাড়া তো দূর অস্ত, কী অন্যায় করেছেন, তা পরিষ্কার করে দেওয়ার দাবি তোলেন তিনি।
পানিহাটির পুরপ্রধান নিজেই জানিয়েছেন, 'আমাকে সাড়ে বারোটা একটা নাগাদ পুরমন্ত্রী ফোন করেছিলেন। মুখ্য়মন্ত্রীর নির্দেশের কথা বলেছেন। মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ নেত্রীর কথা অমান্য করার ক্ষমতা আমার নেই'। পদত্যাগ করবেন? তিনি বলেন, 'আমি চাই, আমি কী অপরাধ করলাম, এটা সবার সামনে প্রকাশ করুক। দলের কাছে জানতে চেয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি। আমি অপরাধী হলে, আপনি বলুন আমার অপরাধ'।
এর আগে, জলপাইগুড়ির মাল পুরসভায় দুর্নীতির অভিযোগে পুরপ্রধান স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে তৃণমূল। টাকা নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া, আবাস যোজনার টাকা তছরুপ, মার্কেটে দোকান বণ্টন। সঙ্গে অবৈধ নির্মাণে ছাড়পত্র দেওয়াও! মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ১২০ কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। মামলা গড়িয়েছে হাইকোর্টেও।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News