• শিয়ালদহে ঢোকার মুখেই বেঁকে গেল লাইন! চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়াল ক্যানিং লোকাল, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?
    প্রতিদিন | ১২ মার্চ ২০২৫
  • সুব্রত বিশ্বাস: চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়াল ট্রেন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে শিয়ালদহ স্টেশনের কাছে। অভিযোগ, রেল লাইনই বেকে গিয়েছিল। চালকের নজরে আসতেই বড়সড় দুর্ঘটনা এড়ায় ক‌্যানিং লোকাল। মেরামতির জন্য অন্যান্য ট্রেনগুলিও সমস্যায় পড়ে। অফিস ফেরতা যাত্রীরাও সমস্যায় পড়েন। তবে কীভাবে এই বিপত্তি বাঁধল, তা খতিয়ে দেখছে রেল।

    মঙ্গলবার দুপুরে আপ ক‌্যানিং লোকালের চালক শিয়ালদহে ঢোকার আগেই দেখতে পান লাইনটি বেঁকে গিয়েছে। মতিঝিল এলাকায় দু’নম্বর লাইনের এই পরিস্থিতি দেখে ট্রেন চালক দেবপ্রিয় নাথ এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। এরপর খবর পেয়ে মেরামতির কাজ শুরু হয়। একেবারে শিয়ালদহ স্টেশনের কাছে এতবড় বিপত্তিতে তদন্ত শুরু করেছে রেল। লাইন বেঁকে যাওয়ার মতো গরম এখনও পড়েনি। তার পরেও কেন এই বিপত্তি তা খতিয়ে দেখছে রেল।

    শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা আড়াইটে থেকে এই বিপত্তি শুরু হলেও মেরামত শেষ হতে সাড়ে চারটে বেজে যায়। বিপত্তির জেরে দক্ষিণের সব শাখার ট্রেন আটকে পড়ে দীর্ঘক্ষণ। অন‌্য লাইন দিয়ে অত‌্যন্ত ধীরে ট্রেন চলাচল করলেও বহু ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। শিয়ালদহ ট্রেনগুলি দেরিতে আসায় আপের ট্রেনগুলিও অনিয়মিত হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিস ফেরতা যাত্রীরা। রেল জানিয়েছে বিপত্তির কারণ খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)