সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: বিধায়ক তাপসী মণ্ডলের আচমকা দলবদল নিঃসন্দেহে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তাপসীর এই পদক্ষেপ বিরোধী দলনেতার উপর চাপ বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। এসবের মাঝেই ভোটের আগে ‘বড় মাছ’ ধরবেন বলে মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তবে কি ছাব্বিশে বাংলায় নিজেদের জমি শক্ত করতে ‘ঘর ভাঙার খেলা’ খেলতে চলেছে পদ্মশিবির? ‘বড় মাছ’ বলতে কি শাসকদলের কোনও বড় নেতাকে বোঝাতে চাইলেন দিলীপ? এহেন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
রাজনৈতিক ডামাডোলের মাঝে মঙ্গলবার সকালে ছিপ হাতে ক্যামেরায় ধরা দিলেন দিলীপ ঘোষ। পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি। ঘণ্টা দুয়েকের চেষ্টায় ছিপে তুললেন পুঁটি মাছ। এরপরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ। বললেন, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ‘বড় মাছ’ ধরবেন। ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে অনুশীলন। স্বাভাবিক ভাবেই দিলীপের এহেন মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। শাসকদলের নেতার ফুলবদলের জল্পনার পাশাপাশি মাথাচাড়া দিচ্ছে আরও একটি সম্ভাবনা। শুভেন্দু-বিরোধী গোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধিতে কি বঙ্গ বিজেপিতে ফের গুরুত্ব বাড়তে চলেছে দিলীপের? ‘বড় মাছ’ মন্তব্য তারই ইঙ্গিত নয় তো? এই প্রশ্নও থাকছে।
প্রসঙ্গত, বাংলায় বিজেপির জমি মজবুত করতে দিলীপ ঘোষের ভূমিকা অনস্বীকার্য। তবে নবীন-প্রবীণ দ্বন্দ্বের জেরে পরবর্তীতে দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েন প্রাক্তন সাংসদ। দলে গুরুত্ব কমে। এরপর বহুবার বহুক্ষেত্রে শুভেন্দু ও সুকান্তর সঙ্গে তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এই পরিস্থিতিতে তাপসীর দলবদলে পদ্মশিবিরে শুভেন্দুর চাপ বৃদ্ধি কি দিলীপের হারানো জমি ফিরে পাওয়ার রাস্তা প্রশস্ত করবে? তুঙ্গে জল্পনা।