• খাস কলকাতায় বসে কল সেন্টারের নামে বিদেশি নাগরিকের লক্ষ লক্ষ টাকা লুট! গ্রেপ্তার ৪
    প্রতিদিন | ১২ মার্চ ২০২৫
  • অর্ণব আইচ: কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের ফাঁদ পেতে লক্ষ, লক্ষ টাকার আর্থিক প্রতারণা! দেশ তো বটেই, বিদেশেও জাল বিস্তার করেছিল প্রতারকরা। ট্যাংরার ১০ নম্বর ডিসি দে রায় রোডের ধারে এক আবাসনে হানা দিয়ে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের থেকে লক্ষাধিক টাকা, পাঁচটি মোবাইল ফোন, একটি রাউটার, একটি হার্ড ডিস্ক, মাইক্রোফোন-সহ হেডফোন উদ্ধার করা হয়েছে।

    কীভাবে চলত প্রতারণা? অভিযুক্তরা প্রথমে নিজেদের নামী সংস্থার নাম নিয়ে ফোন করে  সেই সংস্থার কর্মী বলে পরিচয় দিতেন। কম্পিউটারের সমস্যা ঠিক করার নামে প্রতারিত ব্যক্তিদের বিশ্বাস অর্জন করতেন। তারপরই কম্পিউটারের বিভিন্ন তথ্য হাতিয়ে, সার্ভিসের নামে টাকা চাইতেন বলে অভিযোগ। তারপর প্রতারিত ব্যক্তির ব্যক্তিগত ও অর্থনৈতিক তথ্য ব্যবহার করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। এক বিদেশি নাগরিক এই চক্রে পা দিয়ে ভারতীয় মূল্যের প্রায় ৯ লক্ষ টাকা খুইয়েছেন।

    তদন্তে নেমে পুলিশ জানতে পারে,  ট্যাংরার ওই এলাকা থেকে প্রতারণা চক্র চলছে। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ইয়াশির ইকবাল, অনুভব সাউ,  রায়ান ইকবাল, শাইন মহম্মদ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও প্রযুক্তি আইনের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। চারজনকে মঙ্গলবার নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)