• বজ্র আঁটুনি ফসকা গেরো! জুতোয় মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে পাঠভবনের ছাত্রী, বাতিল উচ্চ মাধ্যমিক
    প্রতিদিন | ১২ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পরীক্ষাকেন্দ্রে মোবাইল। বাতিল কলকাতার স্কুলের ছাত্রীর উচ্চ মাধ্য়মিক। মঙ্গলবার ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার বিনোদিনী গার্লস হাই স্কুলে। এনিয়ে এখনও পর্যন্ত ৬ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

    অভিযুক্ত ছাত্রীটি পাঠভবনের পড়ুয়া। তার সিট পড়েছিল কলকাতার বিনোদিনী গার্লস হাই স্কুলে। আজ উচ্চ মাধ্যমিকের রসায়ন পরীক্ষা ছিল তার। জানা গিয়েছে, ওই ছাত্রী জুতোর মধ্যে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিল। পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের নজর আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে ছাত্রীর জুতো খুলে তল্লাশি করতেই বিষয়টি প্রকাশ্যে আসে। তারা সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক সংসদকে জানায়। এরপরই বাতিল করে দেওয়া পরীক্ষা। বিনোদিনী গার্লস হাই স্কুলের তরফে জানানো হয়েছে, সংসদের নিয়ম মাফিক পরীক্ষা হলে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা করা হয়। তারপরেও কীভাবে পরীক্ষা হলে ছাত্রী মোবাইল নিয়ে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক সংসদের তরফে আগেই জানানো হয়েছিল, কোনও পড়ুয়া মোবাইল-সহ অন্যান্য ইলেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। কেউ এই নিয়ম উপেক্ষা করলে তার পরীক্ষা বাতিল করা হবে।

    অন্যদিকে পরীক্ষা চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে জখম হয় এক পরীক্ষার্থী। জানা গিয়েছে, বোলপুর একলব্য মডেল স্কুলের ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল বোলপুরের বিবেকানন্দ স্কুলে। সাড়ে বারোটা নাগাট সিলিং থেকে ফ্য়ান ছিটকে পড়ে আহত হন এক পরীক্ষার্থী। তবে সে লেখা থামায়নি। পরীক্ষা শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, চোট গুরুতর নয়।
  • Link to this news (প্রতিদিন)