• শিয়ালদহ শাখায় ছুটবে এসি লোকাল, যাত্রীদের জন্য বিরাট সুখবর
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য সুখবর। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে শীঘ্রই পূর্ব রেল আধুনিক প্রযুক্তিসম্পন্ন ১২ কোচের এসি ইএমইউ লোকাল চালানোর পরিকল্পনা করছে। শিয়ালদহ ডিভিশনে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি দুটি অত্যাধুনিক এসি লোকাল ট্রেন এসে পৌঁছবে। গ্রীষ্মের সময়ে শহরতলি নিত্যযাত্রী এবং অফিসযাত্রীদের স্বস্তি দিতে বিশেষ ভাবে কার্যকর হবে এই এসি লোকাল, আশাবাদী কর্তৃপক্ষ। 

    স্বাভাবিক ভাবেই যাত্রীদের মনে প্রশ্ন, এই এসি লোকাল কোন রুটে চলবে এবং ভাড়া কত হবে? পূর্ব রেল সূত্রে খবর, এখনও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিয়ালদহ ডিভিশনে ট্রেন আসার পর তা পরীক্ষামূলক ভাবে চালানো হবে এবং বিভিন্ন সমীক্ষাও করা হবে। এর পর সিদ্ধান্ত নেওয়া হবে ট্রেনটির রুট এবং ভাড়া প্রসঙ্গে।  

    উল্লেখ্য, শহরে ২০১০ সালের ৭ অক্টোবর থেকে নর্থ-সাউথ রুটে প্রথম এসি মেট্রো চালু হয়। প্রায় ১৫ বছর  পর এ বার লোকাল ট্রেনেও মিলবে এসি। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এই এসি ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ১১০ কিলোমিটার। এই এসি ট্রেনে সর্বোচ্চ ১ হাজার ১০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।  সম্পূর্ণ ট্রেনটিতে থাকবে সিসিটিভির নজরযাত্রী, যা যাত্রী সুরক্ষা নিশ্চিত করবে।  

    পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত কামরাগুলি ট্রেন চলাকালীন বন্ধ থাকবে। শুধুমাত্র স্টেশনে পৌঁছনোর পরেই তা খুলবে। দরজাগুলি চালক ও গার্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে বলেও জানা গিয়েছে। এই এসি লোকাল যাত্রা শুরু করলে বহু যাত্রী উপকৃত হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। 

  • Link to this news (এই সময়)