দোলের দিন দুপুর গড়িয়ে ছাড়বে মেট্রো, রঙ খেলার আগে জেনে নিন সময়সূচি
হিন্দুস্তান টাইমস | ১২ মার্চ ২০২৫
দোল এসে গেল। অনেকেই নানা ধরনের পরিকল্পনা করছেন। কীভাবে এই দিনটাকে স্মরণীয় করে রাখা যায়। এদিকে অনেকের আবার মেট্রো চেপে বন্ধুবান্ধবদের বাড়িতে আড্ডা দিতে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগে জেনে নিন দোলের দিন অর্থাৎ শুক্রবারের মেট্রোর সময় সূচি। দোলের দিন কিছুটা বদলে যাচ্ছে কলকাতা মেট্রোর সময়সূচি।
সাধারণত দোলের দিন মেট্রোর সংখ্যা কিছুটা কম থাকে। আসলে ওই দিন রাস্তায় অন্যান্যদিনের মতো যাত্রী থাকে না। বহু অফিসে ছুটি থাকে। সেকারণে এবারও দোলের দিন মেট্রোর সংখ্য়া অন্য়ান্য দিনের তুলনায় কিছুটা কম থাকবে।
এবার দুপুর আড়াইটে থেকে শুরু হবে ব্লু লাইনে মেট্রো পরিষেবা। দুপুর তিনটে থেকে গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২-এ মেট্রো পরিষেবা শুরু হবে। অরেঞ্জ ও পার্পল লাইনে কোনও মেট্রো চলবে না দোলের দিন।
১) দোলের দিন মেট্রোর সংখ্য়া কমবে অনেকটাই। ১৪ মার্চ দোলের দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে ২৬২টির পরিবর্তে সব মিলিয়ে ৬০টি মেট্রো চলাচল করবে। আড়াইটে থেকে পরিষেবা শুরু হবে।
২) কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ।
৩) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটের সময়।
৪) নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৮ মিনিটে ছাড়বে না সেদিন। দোলের দিন প্রথম মেট্রো ছাড়বে দুুপুরে আড়াইটের সময়।
৫) শেষ মেট্রোর সময়ের কোনও বদল হচ্ছে না এই লাইনে।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড সেদিন প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়বে না। সেদিন প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টের সময়।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টের সময়
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ৮টায় ছাড়বে সেদিন।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম ট্রেন সকাল ৭টা ৫ মিনিটের জায়গায় দুপুর ৩টের সময় ছাড়বে।
শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা৫৫ মিনিটে ছাড়বে না। সেদিন মেট্রো ছাড়বে বিকেল ৩টের সময়।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ৮টায়।
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে ছাড়বে না। সেদিন ছাড়বে রাত আটটায়। অর্থাৎ সময় কিছুটা এগিয়ে নিয়ে আসা হচ্ছে।