সরকারি হাসপাতালেও এবার রোবোটিক সার্জারি, এসএসকেএমে আসছে ৬ কোটির রোবট
হিন্দুস্তান টাইমস | ১২ মার্চ ২০২৫
এবার রাজ্য সরকারি হাসপাতালেও অস্ত্রোপচার করবে রোবট। রাজ্যের সরকারি হাসপাতালগুলির মধ্যে প্রথম এসএসকেএমে চালু হতে চলেছে রোবোটিক সার্জারি। বছর দুয়েক আগে থেকেই এনিয়ে তোড়জোড় শুরু করেছিল সরকার। এর আগে রোবট কেনার জন্য দরপত্র ডেকেছিল স্বাস্থ্য দফতর। শেষে কেমব্রিজের একটি সংস্থা ৬ কোটি ৪৪ লক্ষ টাকা দামে এসএসকেএম হাসপাতালে রোবট সরবরাহের বরাত পেয়েছে। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সোমবার স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে এ বিষয়ে জানানো হয়েছে।
আসলে রোবোটিক সার্জারি হল রোবোটিক হাতের সঙ্গে সংযুক্ত খুব ছোট সরঞ্জাম ব্যবহার করে অস্ত্রোপচার করার একটি পদ্ধতি। সার্জন একটি কম্পিউটার দিয়ে রোবোটিক হাত নিয়ন্ত্রণ করেন। কম্পিউটার স্টেশনে বসে রোবটের গতিবিধি নির্দেশ করেন। চিকিৎসকরা জানাচ্ছেন, রোগীর বেড থেকে কিছুটা দূরে থেকে এই অস্ত্রোপচার নিয়ন্ত্রণ করা হবে। চিকিৎসকের সামনে থাকবে একটি থ্রিডি স্ক্রিন। তার সাহায্যে তিনি রোবটকে নির্দেশ দেবেন কীভাবে অস্ত্রোপচার হবে। সেক্ষেত্রে কোনও রোগীর পেটের ভিতরে টিউমার থাকলে চিকিৎসকের নির্দেশ মতো এই রোবট ছোট ছিদ্র করে ক্যামেরা ঢোকাবে। তারফলে সার্জন দেখতে পাবেন কোথায় টিউমার রয়েছে। সেই মতোই তিনি রোবটকে অস্ত্রোপচারের নির্দেশ দেবেন। একজন চিকিৎসকের মস্তিষ্কের নির্দেশ মতোই কাজ করবে সেই রোবট। চিকিৎসকদের কথায়, অনেক প্রবীণ সার্জন রয়েছেন যাদের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বয়সের ভারে অস্ত্রোপচারের সময় হাত কাঁপে। তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রোবোটিক সার্জারি করা সম্ভব।
বর্তমানে ইউরোলজি, শল্য, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্ত্রী রোগ, বক্ষ রোগ, কিডনি এবং হেড অ্যান্ড নেক, স্তন, কোলন-ক্যানসারের জটিল অস্ত্রোপচারে রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা বেড়েই চলেছে। একাধিক বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি করা হয়। সেক্ষেত্রে খরচে অনেক বেশি। তবে সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি হবে বিনামূল্যে। চিকিৎসকদের বক্তব্য, রোবোটিক সার্জারির খরচ কমাতে গেলে দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবট ব্যবহার করা প্রয়োজন। কারণ বিদেশি সংস্থার রোবটের ক্ষেত্রে দাম বেশি। তা ছাড়া রক্ষণাবেক্ষণের খরচও বেশি। ফলে দরিদ্র, মধ্যবিত্তরা এই খরচ বহন করতে পারেন না। জানা যাচ্ছে, গুরুগ্রামের সংস্থা এসএস ইনোভেশন পরীক্ষামূলকভাবে রোবট তৈরি করে ২০১৯ সালে। তাদের তৈরি প্রথম দেশীয় রোবট এসএসআই মন্ত্র ২০২২ থেকে হাসপাতালগুলিতে ব্যবহার শুরু হয়। ইতিমধ্যেই ওই রোবটের তৃতীয় সংস্করণ চলে এসেছে। দেশের ৭৫টি হাসপাতালে ওই রোবট ব্যবহার করা হয়। এতে জটিল অস্ত্রোপচার সম্ভব। পাশাপাশি রাজ্যের কয়েকটি সরকারি হাসপাতালের সঙ্গে ওই সংস্থার কথা চলছে বলে জানা গিয়েছে।