বেসরকারি স্কুলে লাগামহীন বেতন, নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য সরকার, বিধানসভায় জানালেন ব্রাত্য...
আজকাল | ১২ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে লাগামহীন বেতন বৃদ্ধি রুখতে বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একটি কমিশনও গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে সরকারের উদ্যোগকে সমর্থন করেন।
মঙ্গলবার বিধানসভার অধিবেশনে বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে খরচ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। উত্তরে ব্রাত্য জানান, বর্ধিত ফি নিয়ে অভিভাবকদের তরফ থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে। এর পাশাপাশি স্কুলভবনগুলির বেহাল দশার নিয়ে অভিযোগ জমা পড়েছে। এই সব বিষয়ে নজরদারির জন্য একটি কমিশন গঠন করবে রাজ্য সরকার। সূত্রের খবর, বিভিন্ন বেসরকারি স্কুলের বেতন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে তা সমাধানের দায়িত্ব থাকবে এই কমিশনের উপর। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, পরবর্তী সময়ে বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ রাখার জন্য কড়া আইনও চালু করা হবে। তার জন্য রাজ্য বিধানসভায় একটি বিল পেশ করবে সরকার।
বেশ কিছুদিন আগেই শিক্ষাব্যবস্থা নিয়ে রাজ্যকে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু একটি বিশেষ মামলার পর্যবেক্ষণে জানান, গত কয়েক মাসে হাই কোর্টে রাজ্যের একাধিক বেসরকারি স্কুলের অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি নিয়ে একাধিক অভিযোগ এসেছে। তা নিয়ে রাজ্য সরকারকে আদালতের কটাক্ষের মুখে পড়তে হয়। রাজ্যকে ‘রাজস্থান মডেল’ও চালু করার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি। তারপরই রাজ্যের বড় পদক্ষেপ।