সোমবার বিকেলে পড়ুয়াদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। দফায় দফায় এই বৈঠক চলে মধ্যরাত পর্যন্ত। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ও কর্মসমিতির বৈঠক দ্রুত করার দাবি তুলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ে গন্ডগোলের ঘটনার তদন্তে পুলিশ পড়ুয়াদের হেনস্থা করছে বলেও অভিযোগ উঠেছে।
তাঁদের বার বার থানায় ডেকে পাঠানো হচ্ছে, মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। এই সব অভিযোগ শুনে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়াও বিশৃঙ্খলার ঘটনায় যে সব পড়ুয়ারা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে এই বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের জটিলতা আদৌ মিটবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার নিজস্ব একটি বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করার কথা রয়েছে পড়ুয়াদের৷ বৈঠকের পর যাদবপুর থানার ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে কথা বলেছেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা ‘আজাদ কাশ্মীর’ স্লোগান লেখা থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।
সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, ডেপুটি রেজিস্টার, ডিন অফ স্টুডেন্ট-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আধিকারিকরা। এরপর পাঁচের পৃষ্ঠায়