• হঠাৎ স্কুল বাসে ধোঁয়া, বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে আতঙ্ক
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • শিলিগুড়ির পরে কলকাতায়। ফের স্কুলের পুলকারে আগুন। বুধবার সাতসকালে বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে স্কুলের বাসে আগুন লাগে। স্কুলের সামনেই দাঁড়িয়ে ছিল ফাঁকা ওই বাসটি। আচমকা তা থেকে ধোঁয়া বেরোতে থাকে। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে তড়িঘড়ি দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যদিও ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কেউ আহত হয়নি। মঙ্গলবারও শিলিগুড়িতে একটি পুলকারে আচমকা আগুন লেগে। চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় স্কুলের পড়ুয়ারা।

    বালিগঞ্জ শিক্ষা সদন এলাকার লোকজন জানান, পড়ুয়াদের স্কুলে নিয়ে আসার পর বাসটি দাঁড় করানো ছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্কুল টাইমে বালিগঞ্জ শিক্ষা সদনের মতো স্কুলের সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অনেক পড়ুয়াই বাসে যাতায়াত করে, ফলে এই খবরে আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে। যদিও কারও কোনও ক্ষতি হয়নি।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি পার্ক করা অবস্থায় এই ঘটনা বলে কোনও বড় বিপদ ঘটেনি। পড়ুয়ারা বাসের ভিতর থাকলে বড় ঝুঁকি হতো। গত মাসেই বালিগঞ্জের ৬ নম্বর পাম অ্যাভিনিউয়ের অশোকা হল স্কুলে আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় অবশ্য স্কুলে কোনও পড়ুয়া ছিল না। তবে ওই ঘটনায় এলাকার লোকজন খুবই ভয় পেয়ে গিয়েছিলেন।

  • Link to this news (এই সময়)