• পলিটিসিয়ানদের সঙ্গে ওঠাবসা, হলদিয়ায় পুলিশের জালে ভুয়ো IAS
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • আইএএস অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। হলদিয়ায় পুলিশের জালে এক ব্যক্তি। ধৃতের নাম প্রদীপ্ত রাজপণ্ডিত। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ। তিনি কংগ্রেসের এক প্রাক্তন সাংসদের আপ্ত সহায়কের কাজ করেছেন বলে পুলিশের দাবি।

    পুলিশ জানায়, প্রদীপ্তর বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে। মঙ্গলবার বিকেলে তাঁর বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। একাধিক রাজনৈতিক নেতা ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ।

    প্রদীপ্ত রাজপণ্ডিতের বাবা প্রদীপ রাজপণ্ডিত দিল্লিতে পুরোহিতের কাজ করতেন দীর্ঘদিন ধরে। সেই সূত্রে দিল্লির একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়। রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠাবসার সুযোগে প্রদীপ্ত নিজেকে আইএএস অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ। এমনকী, সুতাহাটা এলাকায় জমি দখলের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

  • Link to this news (এই সময়)