• এখন থেকে অনলাইনেই নিতে হবে সম্পত্তির দলিলের সার্টিফায়েড কপি
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • সুগত বন্দ্যোপাধ্যায়

    সম্পত্তির দলিলের সার্টিফায়েড কপি দরকার হলে রেজিস্ট্রি অফিসে ছুটোছুটি করতে হবে না। দালালের পিছনে হাজার হাজার টাকাও খরচের প্রয়োজন নেই। নামমাত্র সরকারি খরচে ঘরে বসেই অনলাইনে মিলবে দলিলের সার্টিফায়েড কপি।

    দালাল চক্রের মোকাবিলায় বাধ্যতামূলক ভাবে এই ব্যবস্থা চালু করল নবান্ন। রাজ্য সরকারের ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড কমিশনার অফ স্ট্যাম্পস ১৯৮৫ সাল থেকে জমি, বাড়ি–সহ রেজিস্ট্রেশন হওয়া প্রায় তিন কোটি দলিল ডিজিটাইজ় করেছে।

    তাই এখন থেকে এই সময়কার কোনও দলিলের সার্টিফায়েড কপির প্রয়োজন হলে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ–এর পোর্টালে বা ই-ডিসট্রিক্ট পোর্টালে গিয়ে অনলাইনে তা ডাউনলোড করতে হবে। যদি কোনও নথি অনলাইনে পাওয়া না–যায়, তবেই রেজিস্ট্রি অফিসে গিয়ে তোলার অনুমতি দেওয়া হবে। বর্তমানে ১৯৬৫ সাল পর্যন্ত যে সমস্ত দলিল রেজিস্ট্রেশন হয়েছে তার ডিজিটাইজেশনের কাজ চলছে। ধাপে ধাপে সেগুলিও অনলাইনে মিলবে। যাঁরা অনলাইনে সাবলীল নন, তাঁরা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা পাবেন। সাধারণত পরচা সংক্রান্ত কাজ থেকে পুর এলাকায় মিউটেশন, বিদ্যুৎ মিটারের নাম বদল–সহ নানা কাজে সম্পত্তির প্রমাণ হিসেবে এই সার্টিফায়েড কপির প্রয়োজন হয়।

    অনলাইনে দলিলের এই সার্টিফায়েড কপি তোলার সরকারি খরচ কত?

    আবেদন সহ কোর্ট ফি লাগে ১০ টাকা, নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ ১০ টাকা, সার্চিং ফি ২ টাকা, ইনস্পেকশন ফি ২ টাকা এবং প্রতি পাতা কপি করার জন্য সাড়ে সাত টাকা। অর্থাৎ, একটি সার্টিফায়েড কপি তুলতে লাগার কথা ১০০ থেকে ২০০ টাকা।

    রেজিস্ট্রি অফিসে দালাল চক্রের শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই নিয়ে নবান্নে বিভিন্ন সময়ে নানা অভিযোগ জমা পড়েছে। সরকারি কর্মী ও আধিকারিকদের একাংশও এই চক্রের সঙ্গে জড়িত বলে অনেকের দাবি। কিছু আইনজীবী এই চক্রকে সরাসরি মদত করেন, যার ফলে দলিলের একটা সার্টিফায়েড কপি বের করতে হাজার হাজার টাকা খরচ করতে হয় সাধারণ মানুষকে।

    অনেক সময়েই হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতেই অনলাইন ব্যবস্থাকে সামনে রেখে এ বার কড়া হাতে দালাল চক্র দমনে উদ্যোগী রাজ্য। এতদিন ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত যত জমি-বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে, তার সার্টিফায়েড কপি অনলাইনে পাওয়া যেত। এখন এর পরিধি আরও বাড়ল।

  • Link to this news (এই সময়)