• মার্চেই তাপপ্রবাহের পরিস্থিতি? ভয় ধরাচ্ছে মৌসম ভবনের সতর্কবার্তা
    এই সময় | ১২ মার্চ ২০২৫
  • মার্চেই দাপট বাড়াচ্ছে গরম। আবহাওয়া অফিস বলছে, খাতায় কলমে না হলেও শুষ্ক গরম হাওয়ায় তাপপ্রবাহের অনুভূতি মালুম হবে সপ্তাহের শেষে। অর্থাৎ, দোলের দিন বেলা বাড়লেই লু-এর মতো হাওয়া বইতে পারে। তবে মার্চেই তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে দেশের চার রাজ্যে।

    তালিকায় আছে রাজস্থান, গুজরাটের নাম। তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে বিদর্ভ, ওড়িশায়। গরম, অস্বস্তিকর আবহাওয়া কর্নাটক, কোঙ্কন ও গোয়াতে। ইতিমধ্যেই গুজরাটের ভুজে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গিয়েছে। আমেদাবাদ, গান্ধীনগরও ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। সোমবারই মৌসম ভবন গোটা রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা শুনিয়েছে। আমেদাবাদ, গান্ধীনগর ছাড়াও কুচ, সুরেন্দ্রনগর, রাজকোট মঙ্গলবার কমলা সতর্কতায় রয়েছে।

    তবে, দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু, পুদুচেরিতে। ভারী বৃষ্টি হতে পারে কেরল, মাহে, অরুণাচল প্রদেশে।

    কিন্তু ফাল্গুনেই কেন এ রকম হাওয়া-বদল? দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখে মার্চে অকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনা প্রভাব ফেলছে বঙ্গেও। উত্তর পশ্চিম ভারত থেকে বাংলায় জলীয় বাষ্প ঢুকছে। তাতে বাড়ছে গরম।

    হাওয়া অফিস ইতিমধ্যেই শুনিয়ে রেখেছে, সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। ৪ ডিগ্রি অবধি বাড়তে পারে সেই তাপমাত্রা। অর্থাৎ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আপাতত নেই। উল্টে তীব্র গরমে ভোগান্তি বাড়বে। অর্থাৎ, বসন্তে দহন থেকে রেহাই নেই।

  • Link to this news (এই সময়)